দেশব্যাপী পালিত হচ্ছে মুজিব জন্মশতবর্ষ। ১৯২০ সালের ১৭ মার্চ এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রজীবন থেকেই যিনি ছিলেন অধিকার আদায়ের আন্দোলনের অগ্রভাগের অতিপরিচিত একটি মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন একাধিক আন্দোলনের। জেলে গিয়েছেন অনেকবার, আবার বাংলার মানুষ তাকে মুক্তও করেছে। যার চোখেই দেশের সাড়ে সাত কোটি বাঙালি দেখেছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতা যুদ্ধে—তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিব। তার সংগ্রামী জীবন প্রতিটি প্রজন্মের কাছে এক আদর্শ, তার প্রতিটি পদক্ষেপেই রয়েছে শিক্ষণীয় বিষয়। আজ আমরা কথা বলেছি এমনই কিছু তরুণের সঙ্গে। জানতে চেয়েছি তাদের ভাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে।
জাতির জনকের সংগ্রামী জীবন থেকে ২১ শতকের তরুণ প্রজন্মের ধারণ করার মতো আছে অনেক কিছুই। বঙ্গবন্ধুর জীবনী আমাদের প্রজন্মকে শিক্ষা দেয় অনেক বাধা-বিপত্তির মাঝেও সততা এবং সাহসিকতায় অটল থাকতে। বঙ্গবন্ধু ছিলেন স্পষ্টভাষী। আমরা আজকাল spade-কে spade বলতে দ্বিধা করি। ১৯৪৪ সালে বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ছাত্রলীগে কাজ করেছেন এবং উনার ভক্ত ছিলেন। এক মিটিংয়ে শহীদ সাহেবের ভক্ত হওয়া সত্ত্বেও উনার এক প্রস্তাব পছন্দ না হওয়ায় বঙ্গবন্ধু অমত করেছিলেন।
শহীদ সাহেব বঙ্গবন্ধুকে বলেছিলেন, ‘Who are you? You are nobody.’ বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, ‘If I am nobody then why you have invited me? You have no right to insult me. I will prove that I am somebody. Thank you, Sir. I will never come back again (অসমাপ্ত আত্মজীবনী)।’ এবং তিনি মিটিং ছেড়ে বের হয়ে এসেছিলেন। যে কোনো পরিস্থিতিতে যে কারো সামনে বঙ্গবন্ধুর স্পষ্টভাষিতা আমাদের প্রজন্ম ধারণ করতে পারে। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে।’ অতি সাধারণ জীবন যাপন এবং শ্রেণি নির্বিশেষে মানুষকে কাছে টেনে নেওয়া ও ভালোবাসার শিক্ষাটা আমরা ধারণ করতে পারি জাতির জনকের জীবনী থেকে, যা একুশ শতকে দুর্লভ।
—শিব্বির আহমেদশিক্ষার্থী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)০০০
বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টির সাথে অবিভাজ্যভাবে জড়িয়ে আছে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রথম ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৫৪ সালের নির্বাচন, সামরিক শাসনবিরোধী বক্তব্য প্রদান, ৬ দফা আন্দোলন, ১৯৭০ সালের নির্বাচন, বাঙালির স্বাধীনতার ঘোষণা প্রভৃতি ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। ইতিহাস যেমন নেতৃত্ব সৃষ্টি করে, নেতৃত্বও তেমনি ইতিহাস সৃষ্টি করে। মূলত বাঙালির গৌরবময় ইতিহাস সৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান রয়েছে বঙ্গবন্ধুর।
বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শ আমাদের তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় এক আদর্শ। ভ্রাতৃত্ববোধের মর্মবাণী, নিজ নিজ অধিকার আদায়ে সোচ্চার হওয়া, সুস্থভাবে বাঁচার দাবি, গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা, স্বদেশপ্রেম কিংবা দেশরক্ষার জন্য নিজেকে উত্সর্গ করার মতো শিক্ষা আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকেই পাই। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তার নেতৃত্বে বাংলাদেশ কাঙ্খিত স্বাধীনতাও অর্জন করতে পেরেছে। বলা হয়ে থাকে, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন।’ তাই আমাদের উচিত কষ্টার্জিত স্বাধীনতা রক্ষার্থে সোচ্চার হওয়া।
—নূরে জান্নাত বিনতে নাহারশিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়০০০
বঙ্গবন্ধু বলতে সাধারণত আমরা ব্যক্তি মুজিবকে চিত্রায়িত করি। যিনি অসামপ্রদায়িক ও সংগ্রামী জীবনের প্রতীক। সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, কিন্তু আপোষ করেননি। বর্তমান সমাজে নিপীড়িত, অধিকারহীন মানুষ অগণিত। বঙ্গবন্ধু যেমন আমরণ নিপীড়িত ও শোষিত বাঙালির জন্য কাজ করেছেন, ঠিক তেমনি আমাদেরও আজীবন সাধারণ মানুষের অধিকারে কাজ করতে হবে। চিহ্নিত করতে হবে তাদের সমস্যা। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘তথ্যই সম্পদ’।
সঠিক তথ্যই পারে সাধারণ মানুষের দ্রুত আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করতে। মনে রাখতে হবে বঙ্গবন্ধু বলেছেন, ‘সাধারণ মানুষ উন্নত হলেই দেশ উন্নত হবে’। এই দীক্ষায় দীক্ষিত হয়ে শিক্ষার্থীদের কাজ করতে হবে। সমাজে নিশ্চিত করতে হবে সঠিক তথ্য প্রবাহ। তবেই দেশ উন্নত হবে, বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। কেননা শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড। আজকে যে শিক্ষার্থী, কাল সে মন্ত্রী, সচিব অথবা বুদ্ধিজীবী হবে। শিক্ষার্থী হিসেবে তাই আমাদের রাষ্ট্র, সমাজ তথা সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে।
—রবিন হালদারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়০০০
বঙ্গবন্ধু, একজন আদর্শ নেতার নাম। ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সাহসী ও স্পষ্টভাষী। শোষকদের প্রতি তিনি ছিলেন কঠোর। অন্যদিকে দেশের শোষিত সাধারণ মানুষের প্রতি ছিলেন কোমল। সারাটি জীবন তিনি দেশের এবং দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। যার ফলে জীবনের ১৪টি বছর কারাবন্দী কাটিয়েছেন। এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের আদর্শে অটুট ছিলেন। তিনি ছিলেন অসামপ্রদায়িক চেতনার মানুষ।
সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে তার মতো যোগ্য একজন নেতার খুব প্রয়োজন ছিল। এমনকি আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তার আদর্শগুলো ধারণ করা খুবই জরুরি। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা শিখতে হবে আমাদের। দেশের শ্রমিক মজুর, পিছিয়ে পড়া মানুষদেরকে তাদের প্রাপ্য সম্মান ও অধিকার দিয়ে সবাই একসাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। তাহলেই পাব আমাদের কাঙ্খিত সুখী, সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলা।
—উম্মে সালমা মিমশিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ০০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার জীবন ও কর্ম আমাদের প্রেরণা যোগায়। সাফল্যের মন্ত্রে উজ্জীবিত করে। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু মানুষের কল্যাণ কামনা করতেন। একবার স্কুল থেকে আসার সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। ছোট্ট শেখ মুজিব দেখলেন রাস্তায় এক অসহায় বৃদ্ধ বৃষ্টিতে ভিজছে। শেখ মুজিব তাকে ছাতাটা দিয়ে নিজে বৃষ্টিতে ভিজে বাড়িতে যান। শেখ মুজিবের শৈশবের এই ঘটনা থেকে পরোপকারীতার শিক্ষা পাওয়া যায়।এক সময় পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন শেখ মুজিব।
বর্তমান তরুণ সমাজও বঙ্গবন্ধুর জীবন থেকে প্রেরণা নিতে পারে। যতই বাধা আসুক, নিয়ত যদি হয় সত্ এবং উদ্দেশ্য হয় যদি মহত্ তাহলে সফলতা অর্জন করা অসম্ভব নয়। বঙ্গবন্ধুর প্রতিটি সংগ্রাম শিক্ষা দেয় লক্ষ্যপানে দৃঢ়পদে এগিয়ে যেতে। স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নে বাংলাদেশকে যখন তলাহীন ঝুড়ি বলা হলো, তখন বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। ভবিষ্যত্ প্রজন্ম বঙ্গবন্ধুর দেশপ্রেম ও নিষ্ঠাকে অন্তরে লালন করার মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলতে পারবে—এমনটিই আমার বিশ্বাস।
—আনোয়ারুল আজিমশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়০০০
বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। কিন্তু যখনই ‘বঙ্গবন্ধু’ শব্দটি উচ্চারণ করি, তখন আমার মানসপটে যে ছবিটি ভেসে উঠে তা নিছক কোনো রাষ্ট্রনায়কের নয়, নয় কোনো সাধারণ ব্যাক্তির বা বাঙালির স্বাধীনতা আদায়ে নেতৃত্ব দেওয়া অসামান্য ত্যাগ স্বীকার করা কোনো রাজনীতিকের। ‘সাত কোটি মানুষকে দাবায়া রাখতে পারবা না’—যখনই বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষণা করা এই বাক্যটি শুনি তখনই প্রেরণা পাই; প্রেরণা পাই অশুভ শক্তির শৃঙ্খল ভেঙ্গে প্রত্যাশিত রঙ্গিন ভোরে ‘সোনার বাংলা’ দেখার। কিংবা তার অমর বাণী ‘ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলব, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, জয় বাংলা, স্বাধীন বাংলা’— চিরকাল আমাদের প্রেরণা যোগায়, আজীবন জোগাবে। বঙ্গবন্ধুর যাপিত জীবন থেকে আমাদের এই প্রজন্মের শিক্ষা কী হওয়া উচিত তা রয়েছে তার ৭ মার্চের ভাষণের মধ্যেই।
তিনি বলেন, ‘এই বাংলার হিন্দু-মুসলমান, বাঙালি-নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের যেন বদনাম না হয়।’ এটা চিরকাল দেশে দেশে মুক্তিকামী মানুষকে পথ দেখাবে। অসামপ্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন, আমাদের দায়িত্ব তা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের সমৃদ্ধির পথ প্রশস্ত করা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব— নিজের প্রত্যেকটি কাজ সততা ও নিষ্ঠার সাথে সম্পাদন করে ভবিষ্যত্ বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার হওয়া।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment