সাম্প্রতিক শিরোনাম

লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-৬

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকার সেবকদাস গ্রামে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরের পর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল। অভিযান পরিচালনার সময় ৬ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামের সহির আলীর ছেলে মাইদুল(২৪), একই এলাকার হামিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২), জেতেন্দ্রনাথের ছেলে সনজিত রায় (২০), জয়নাল আবেদিনের ছেলে হাসান আলী (২৯) মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুস সামাদ (২১) ও শফিকুল ইসলাম(৪০)।


স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়ন এলাকায় মোটরসাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। অভিযানে বৃহস্পতিবার ভোরের দিকে বলাইরহাট বাজার এলাকায় অবস্থানকারী টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে,মাদক কারবারী মাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির আঙ্গিনায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয় বিক্রয় চলছিল।
পরে পুলিশ ধাওয়া করে ১৭০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় পুলিশর উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।


মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন, থানায় মামলা হওয়ার পর আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই মাদক বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন । অপরদিকে টানা ৪র্থ বারের মত মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম গোলাম রসুল।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...