সাম্প্রতিক শিরোনাম

১৪ এপ্রিল পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ

বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ সকল ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত।
এর আগে এই নিষেধাজ্ঞা ছিল ৩১ মার্চ পর্যন্ত। তবে ৩১ মার্চের পরও অঘোষিতভাবে সকল ফ্লাইট বন্ধ ছিল।
বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো: মোকাব্বির হোসেন এই তথ্য গণমাধ্যমকে জানিয়ে বলেন, ১৪ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ধরণের কার্যক্রমই বন্ধ থাকবে।
এটা বাড়ানো হতে পারে কি না সে বিষয়ে এখনই মন্তব্য করতে পারছেন না বাংলাদেশ বিমানের উর্ধ্বতন এই কমকর্ত। এই বিষয়ে তাঁরা তাকিয়ে আছেন সরকারের দিকে।ন”সরকার যে ধরণের সিদ্ধান্ত নেবে এমন সময়ে সে অনুযায়ীই আমরা কাজ করছি এখন, আমরা যা সিদ্ধান্ত নেবো সেটা সরকার থেকে নিশ্চিত হয়েই নেবো।”
এর আগে ২১ মার্চ ১০ দিনের জন্য ১০ টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ করেছিলেন বাংলাদেশ বিমান। ৩১ মার্চ পর্যন্ত ছিল সেই নিষেধাজ্ঞা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান সংবাদ মাধ্যমে বলেন, “এখন শুধু চীনের সাথে যোগাযোগ আছে। বাকি দেশগুলোর সাথে বাংলাদেশ থেকে বিমানের যোগাযোগ ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।”
তবে এই নিষেধাজ্ঞা বাড়বে। কিন্তু কত তারিখ পর্যন্ত হবে তা এখনই বলতে পারছেন না বিমানবন্দরের এই কর্মকর্তা।
এর আগে ২১ মার্চ মি: তৌহিদুল আহসান বলেছিলেন, “‘আমরা দেখতে পেয়েছি, করোনাভাইরাসের কারণে কয়েকটি দেশ থেকে লোক বেশি আসছে। এ কারণে এসব রুটের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে এসব দেশ থেকে বাংলাদেশে কোন ফ্লাইট আসতে পারবে না”।
তিনি জানান, এসব দেশ হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে আসা কোন বিমান বাংলাদেশে নামতে দেয়া হবে না।
এর ফলে কার্যত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। কারণ বিশ্বের প্রধান এয়ারলাইন্সগুলো এসব দেশ হয়েই বিমান চলাচল করে থাকে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...