সাম্প্রতিক শিরোনাম

কাল সারাদিন চলাচল করবে গণপরিবহন

দেশের বিভিন্ন প্রান্তে থাকা শ্রমিকরা ঢাকার দিকে যাত্রার দুর্ভোগ কমাতে এক দিনের জন্য ছাড় দিয়েছে সরকার। আজ শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলার ডিসিদের মৌখিকভাবে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে একাধিক জেলার ডিসি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব কর্মকর্তা জানান, শ্রমিকরা যেভাবে ঢাকার দিকে ছুটেছে তাতে সরকারের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। তাই সরকারের উচ্চপর্যায় থেকে সাময়িকভাবে একদিনের জন্য ছাড় দেওয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, শ্রমিকরা যেভাবে রাস্তায় নেমে চলে আসতে উদ্যোগ নিয়েছে তাতে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে পড়েছে। বিষয়টি দেখে প্রধানমন্ত্রী বলেছেন, শ্রমিকদের সুন্দরভাবে ঢাকায় আসার জন্য গণপরিবহনের ব্যবস্থা করতে। তাই আমরা আপাতত এই ছাড়া দিয়েছি। আগামীকাল (রবিবার) দুপুর ১২টার মধ্যে কোনো গণপরিহনকে বাধা দেওয়া হবে না।

১ আগস্ট থেকে গার্মেন্টস কল-কারখানা খুলে দেওয়ার খবরে সারা দেশ থেকে শ্রমিকরা ঢাকার দিকে ছুটতে থাকে। এই বিষয়ে বিভিন্ন জেলা থেকে সাময়িকভাবে গণপরিবহন খুলে দেওয়ার সুপারিশ আসে। অন্যদিকে, গণপরিবহন ও ব্যবসায়ীদের পক্ষ থেকেও সরকারকে তাগিদ দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে সরকার তাৎক্ষণিকভাবে ৬৪ জেলার ডিসিদের একদিনের জন্য গণপরিবহন না আটকানোর জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিতে বলা হয়েছে।

দক্ষিণাঞ্চলের একটি জেলার ডিসি রাত ৯টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘শ্রমিকদের ঢাকামুখী স্রোতের বিষয়টি বিবেচনা করে সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেটা পালন করছি। তিনি বলেন, শ্রমিকরা যে অমানুষিক কষ্ট করে ঢাকার দিকে ছুটছিলেন তা সত্যি দুঃজনক। বিষয়টিতে আগেই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল।’ সিলেট বিভাগের একজন ডিসি কালের কণ্ঠকে বলেন, কারখানা খুললে শ্রমিকদের পরিবহন বিষয়টি অবশ্যই চিন্তা করা উচিত ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যবসায়ীরা বলেছে শুধু ঢাকায় থাকা শ্রমিকদের দিয়ে কারখানা চালু করা হবে। সরকার সেটাই বিশ্বাস করেছে। এটা কোনোভাবেই ঠিক হয়নি। তিনি বলেন, ‘বিষয়টি তো আমাদের জন্য নতুন নয়। তাই সরকারের শীর্ষ পর্যায় থেকে এটা বুঝা উচিত ছিল। তাহলে এই সমালোচনায় পড়তে হতো না।

এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, মূল ধারার গার্মেন্টস মালিকরা গ্রামে থাকা শ্রমিকদের ঢাকায় ডাকেননি বলে আমাদের জানিয়েছেন। ব্যবসায়ী নেতারা সরকারকে বলছে, বিজিএমইএ এবং বিকেএমইএ-এর বাইরেও অনেক কারখানা আছে। সেসব কম্পানি থেকেই মূলত শ্রমিকদের ঢাকায় আসতে বলায় এই পরিস্থিতির তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর একটি দায়িত্বশীল সূত্র বলেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নিতে হবে, নিলে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে সেটা দায়িত্বশীল কর্মকর্তারা বুঝতে পারেননি। এটা অভিজ্ঞ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়। এই ঘটনায় সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হলো।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...