সাম্প্রতিক শিরোনাম

চট্রগ্রামে ২১ জনের নমুনা পরীক্ষা পজেটিভ নেই

চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে গত বুধবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম। গতকাল রোববার পর্যন্ত মোট ২১ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন করেছে বিআইটিআইডি কর্তৃপক্ষ। এদের একজনের শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ পরীক্ষা করা ২১টি নমুনার সবক’টিরই রেজাল্ট নেগেটিভ বলে নিশ্চিত করেছেন বিআইটিআইডির পরিচালক প্রফেসর ডা. এম এ হাসান। গতকাল আরো ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। এসব নমুনা পরীক্ষার রেজাল্ট আজ সোমবার পাওয়া যাবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের পরীক্ষা কার্যক্রম চালুর পর প্রথম দিন গত বুধবার ৩ জন, ২য় দিন বৃহস্পতিবার ৫ জন, ৩য় দিন শুক্রবার ৭ জন এবং ৪র্থ দিন শনিবার আরো ৭ জনসহ মোট ২২ জনের নমুনা সংগ্রহ করা হয় বিআইটিআইডি হাসপাতালে। এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। বাকি একজনের পরীক্ষার ফলাফলে কিছুটা সন্দেহ থাকায় সেটি পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই রিপোর্ট পাওয়া যাবে আজ।
অ্যাম্বুলেন্সে ঘরে গিয়েই নেয়া হবে নমুনাঃ
কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে নমুনা দিতে সরাসরি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না। সন্দেহজনক ওই রোগী প্রথমে বিআইটিআইডির সাথে ফোনে যোগাযোগ করে বিস্তারিত জানাবেন। ওই ব্যক্তির লক্ষণ পর্যালোচনা করে বিআইটিআইডির করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ টিম সিদ্ধান্ত নেবেন পরীক্ষার প্রয়োজন আছে কিনা।
বিশেষজ্ঞ টিম পরীক্ষার পক্ষে মত দিলে নমুনা সংগ্রহের জন্য সন্দেহজনক ওই রোগীর ঘরেই টিম পাঠানো হবে। অ্যাম্বুলেন্সযোগে একটি টিম গিয়ে নমুনা সংগ্রহ করবে। শুধু নমুনা সংগ্রহের জন্য আলাদা একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইটিআইডির করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. মামুনুর রশীদ। তিনি বলেন, আমাদের টেকনোলজিস্টসহ একটি টিম সন্দেহজনক রোগীর ঘরে গিয়েই নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। তাই কারো শরীরে করোনাভাইরাসের কোনো ধরনের লক্ষণ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। আগে ফোনে কথা বলে বিস্তারিত জানান। পরীক্ষার প্রয়োজন হলে নমুনা নিতে আমাদের টিম ঘরে পৌঁছে যাবে।
০২৪৪০৭৫০৪২ ও ০২৪৪০৭৫০৪৩ এই দুটি নম্বরে বিআইটিআইডিতে যোগাযোগ করা যাবে। তবে সাধারণ মানুষের সুবিধার্থে আজ-কালের মধ্যে আরো এক বা একাধিক মোবাইল নম্বর হটলাইন হিসেবে যোগ করা হবে বলে জানান বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...