সাম্প্রতিক শিরোনাম

সরকারি উদ্যোগে হার্ভেস্টার মেশিনের মাধ্যমে গরিব কৃষকের ধান কাটার ব্যবস্থা

অবিলম্বে বিএডিসির মাধ্যমে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে হার্ভেস্টার মেশিন দিয়ে গরিব কৃষকের ধান কাটার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন আজ এক বিবৃতিতে এ কথা বলেন। সারাদেশে চলমান লকডাউনের ফলে কৃষি শ্রমিকরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ধান কাটার জন্য অবাধে যাতায়াত করতে পারছে না। ধান কাটার শ্রমিক সংকটের কারণে ধান কাটার মজুরি বৃদ্ধি পেয়েছে। ধান বিক্রি করা নিয়েও অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ফলে কৃষকরা বোরো ধান নিয়ে চরম বিপাকে পরেছে।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় কৃষি শ্রমিকদের ধান কাটার জন্য হাওর অঞ্চলসহ অন্যান্য অঞ্চলে যাতায়াত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক সংকটের ফলে অধিকাংশ কৃষক সময়মতো ধান কাটতে পারছে না। অবিলম্বে বিএডিসির মাধ্যমে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে হার্ভেস্টর মেশিন দিয়ে গরিব কৃষকের ধান কাটার ব্যবস্থা করতে হবে। প্রতি বছর সরকার ধান ক্রয় করলেও প্রকৃত বিক্রেতা কৃষকের কাছ থেকে ধান ক্রয় না করে দলীয় সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করে থাকে। প্রকৃত উৎপাদক কৃষকের হালনাগাদ তালিকা করে কৃষি কার্ড বিতরণ করে সরাসরি উৎপাদক কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, দ্রুত অস্থায়ী গুদাম তৈরি ও ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করতে হবে। প্রধানমন্ত্রী বোরো ধান কাটার সময়ে কৃষকদের জন্য নানা প্রকার প্রণোদনার ঘোষণা দিলেও এর সুফল পায় মূলত কৃষিযন্ত্রের ব্যবসায়ী, সেচ মালিক ও সিন্ডিকেটগোষ্ঠী। ধান কাটার প্রাক্কালে প্রণোদনার ঘোষণা মূলত প্রতি বছরের মতো কৃষকের ক্ষোভ প্রশমনের প্রয়াস মাত্র। সকল প্রকার প্রণোদনা প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, বিএডিসিকে সক্রিয় করে সার-বীজ-কীটনাশক-কৃষি যন্ত্রপাতির দাম কমাতে হবে, কৃষি সেচ কাজে পল্লী বিদ্যুতের দাম কমাতে হবে, নিরবচ্ছিন্নভাবে সেচের ব্যবস্থা করতে হবে, লটারি সিস্টেম বন্ধ করে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে প্রকৃত উৎপাদক কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...