সাম্প্রতিক শিরোনাম

প্রমাণ করুন আল-জাজিরায় যা কিছু আছে সব মিথ্যা, আমরা আপনাদের সমর্থন দেব: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারকে বলতে চাই, আপনারা প্রমাণ করুন আল-জাজিরায় যা কিছু আছে সব মিথ্যা।

আমরা আপনাদের সমর্থন দেব। আমরা আপনাদের সহযোগিতা করবো প্রমাণ করুন। খালি মুখে ফাঁকা বুলি দিলে চলবে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসনের কারাবন্দীর তৃতীয় বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এটি হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছর। এই সময়ে আমি শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। স্মরণ করছি আমার নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

আমরা মুক্তিযোদ্ধা করেছি, দেশ স্বাধীন করেছি। এই কথা শোনার জন্য নয় যে বাংলাদেশে মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। এই কথা শোনার জন্য নয়, বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্র। এই কথা আমরা আর কখনো শুনতে চাই না।

তিনি বলেন, আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এতই দুর্ভাগা, এতই বেআক্কেল যে আমরা তাদেরকে মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারেনি।

তাই প্রিয় ভাইয়েরা শুধু একটি কথা বলতে চাই, খালেদা জিয়া সারাজীবন কারাগারে থাকবেন এমন কথাও নয়। আজকের এই মানববন্ধন প্রমাণ করেছে দিনে দিনে এই বন্ধন বড় হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির রাস্তা প্রশস্ত হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশ ফিরে আসবেন।

১/১১ যে মামলাগুলো হয়েছিল এখন সেই মামলাগুলোর মধ্যে আওয়ামীলীগ এর যারা ছিলেন তাদের মামলাগুলো প্রত্যাহার করে নেয়া হয়েছে। আর খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির সকলের মামলা চলমান আছে। এতো বড় একটা অন্যায়, একটা অপরাধ করে আজকে তারা দেশনেত্রীকে বন্দি করে রেখেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...