সাম্প্রতিক শিরোনাম

সুনামগঞ্জে আক্রান্ত সংখ্যালঘুদের পাশে বাম জোটের নেতৃবৃন্দ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলায় আক্রান্ত সংখ্যালঘুদের সঙ্গে আজ ২৩ মার্চ বাম জোটের নেতৃবৃন্দ দেখা করেছেন। এ সময় তাঁদের সঙ্গে প্রগতিশীল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন। বাম জোট ও প্রগতিশীল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। নেতৃবৃন্দের কাছে ক্ষতিগ্রস্ত মানুষ তাঁদের ক্ষোভ, হতাশা ও অনিশ্চয়তার কথা তুলে ধরেন। ক্ষতিগ্রস্ত মানুষ প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন।


ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নেতৃবৃন্দ দেখা করার পর বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আবু হাসান টিপু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা উজ্জ্বল রায়, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, উদীচীর নারায়ণ দাস, জয়ন্ত সরকার, তরুণকান্তি দাস, চম্পা তালুকদার প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সিপিবির নেতা নিরঞ্জন দাশ খোকন।


প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সাম্প্রদায়িক শক্তি বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক সাম্প্রদায়িক হামলা হলেও, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না। বিচার না হওয়ায় সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি ঘটছে। শাল্লার গ্রামবাসী হামলা হতে পারে আঁচ করে পুলিশকে আগে জানালেও, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারে না।
নেতৃবৃন্দ সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক শক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহŸান জানান।


সমাবেশে নেতৃবৃন্দ শাল্লায় সাম্প্রদায়িক হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি কারাবন্দী ঝুমন দাসের মুক্তি, ৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা করে দেয়া, দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দিরাই ও শাল্লা উপজেলার ইউএনও এবং ওসিদের প্রত্যাহার, আক্রান্তদের নিরাপত্তার জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি জানান।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...