সাম্প্রতিক শিরোনাম

স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ হাসান-ঐক্যবদ্ধ প্রয়াসেই করোনা সংকট সমাধান

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরব উজ্জল সাফল্য ও সংগ্রামের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে।

বৈশ্বিক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি মহামারি করোনা সংকটময় সময়ে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে আজ ২৭ জুলাই সোমবার পূর্বাহ্নে মীরসরাই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মীরসরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান বলেন, দলের আত্মপরিচয়, অহংকার ও সকল অর্জনের সংগ্রামী প্রতিষ্ঠান আওয়ামী সেচ্ছাসেবক লীগ। ১৯৯৪ সালের ২৭ জুলাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি আজ ২৬ বছরে পদার্পণ করে।

সুশৃঙ্খল নেতৃত্বে সেচ্ছাসেবক লীগ অসাধ্য সাধন করে আসছে। আগামী দিনেও দেশের অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ জাতিকে উপহার দেবে। আওয়ামী লীগই এ দেশের স্বাধীনতা এনে দিয়েছে, রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে। ভাতা, দিয়েছে, চাকুরীজীবীদের সুযোগ সুবিদা দেয়া হয়েছে। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ ও জাতির সেবা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ সুশৃঙ্খলভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

চলমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি প্রসঙ্গে মোহাম্মদ হাসান বলেন, অভিন্ন শত্রু করোনা বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ প্রয়াসই সংকট সমাধানের মূলশক্তি। স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা  উদাসীনতা করোনা সংকটকে ঘনীভূত করতে পারে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...