নোবেল তার ভ্যারিফায়েড ফেসবুকে জানালেন, ‘তার স্বপ্ন সত্য হয়েছে। যার সঙ্গে জুড়ে আছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।’ ভিডিও শেয়ার করে নোবেল রোববার (৬ সেপ্টেম্বর) সাথে লেখেন, ‘ড্রিম কামস ট্রু।’ সেখানে গিটার বাজিয়ে আসিফের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলালেন নোবেল।
আসিফের জনপ্রিয় গান ‘কখনো মাঝে মাঝে’র কাভার করেন তিনি। সেই গানটিই দুজনের কণ্ঠে শোনা গেল নোবেলের শেয়ার করা ভিডিওতে। সপ্তাহ তিনেক আগে প্রকাশ হয়েছে নোবেলের দ্বিতীয় মৌলিক গান। ‘ও শ্রাবণ’ শিরোনামের সিঙ্গেলটি তিন লাখের বেশিবার দেখা হয়েছে ইউটিউবে।
আরও পড়ুন…
- বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!
- ২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি
- কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি
- পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী
এর আগের গান ‘তামাশা’ দেখা হয়েছে ২৮ লাখবার, কিন্তু নেতিবাচক প্রচারণার জেরে ডিজলাইক পেয়েছে পাঁচ লাখের কাছাকাছি, আর লাইক ছিল ৪৭ হাজার।