সাম্প্রতিক শিরোনাম

গ্রেফতারের পর যেভাবে জেলে দিন কাটছে রিয়ার

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ এনসিবি গোয়েন্দারা কড়া পুলিশি ঘেরাটোপে বাইকুলা জেলে নিয়ে যান রিয়া চক্রবর্তীকে। বাইকুলা জেলে এই মুহূর্তে ২৫০জন রয়েছেন। জেল সূত্রে জানা গিয়েছে, প্রথমে রিয়াকে জেনারেল ব্যারাকে রাখা হবে। কেউ জেলে আসার পরে প্রথমে তাদের এই জেনারেল ব্যারাকে রাখা হয়। শারীরিক নানা পরীক্ষার পরে কমন ব্যারাকগুলিতে পাঠানো হয়।

এর আগে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর সঙ্গে মাদকের সংশ্লিষটার অভিযোগে রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার গ্রেফতার করে ভারতের নারকোটিক সেন্ট্রাল ব্যুরো( এনসিবি)। আদালত জেল হেফাজতের নির্দেশ দিলে তাঁকে এ দিন রাতে হেডকোয়ার্টারে রাখা হয়। বুধবার তাঁকে মুম্বইয়ের বাইকুলা জেলে পাঠানো হয়।

জেলে কয়েদিদের দেওয়া হয় একটি করে কম্বল, একটি বালিশ, একটি সাদা চাদর এবং একটি লেপ। বিছানার মধ্যেই রাখতে হয় প্রয়োজনীয় জিনিসের প্লাস্টিক। রিয়াকে এদিন জেলেই দুপুরের খাবার দেওয়া হয়। ছিল ভাত, ২টো রুটি, ডাল এবং সবজি। জেলে ক্যান্টিন রয়েছে। সেখানে কয়েদিরা নিজেদের যৎসামান্য টাকায় বিস্কুট বয়া শুকনো খাবার কিনে খেতে পারেন।


এদিকে এক একটি ব্যারাকে ৪০-৫০ জন করে কয়েদি থাকে। মোট ৬ টি ব্যারাক রয়েছে। তারই কোনও একটিতে রাখা হবে রিয়া চক্রবর্তীকে। ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীর শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে। তেমন কোনও অসুস্থতা ধরা পড়েনি। ফলে, রাতের মধ্যেই হয়তো তাকে কমন ব্যারাকে পাঠানো হবে।

রিয়ার জন্য যে জামাকাপড় আনা হয়েছিল, তার সব তাকে দেওয়া হয়নি। খুব প্রয়োজনীয় কিছু জিনিস পলিথিনের ব্যাগে করে রাখতে দেওয়া হয়েছে।  বিকেলেই তাকে ব্যারাকে পাঠানো হয়।

সর্বশেষ

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...

বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্পে পরিবেশবান্ধব বা গ্রীন শিপ ইয়ার্ডের শুভ যাত্রা শুরু

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অঙ্গনে শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। এবার অতি সম্ভাবনাময় এই খাতটিকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে...

নতুন বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বিশ্বকে কি বার্তা দিতে চায় রেড জায়ান্ট চীন?

গত ২৮শে আগস্ট চীনের শি জিং পিং সরকার দেশটির এক নতুন ও বিতর্কিত মানচিত্র প্রকাশ করে। যেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল...

রাশিয়ার নিউক্লিয়ার যুদ্ধের হুংকার আসলে ঠিক কতটা যৌক্তিক?

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ও পশ্চিমা বিশ্বকে মোকাবেলায় রাশিয়া এবার তার অত্যন্ত ভয়ংকর অস্ত্র আরএস-২৮ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিউক...
bn_BDবাংলা