বিভাগ বিনোদন

জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে: সোহেল রানা

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

নিয়ম মেনে জীবন যাপন করেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক-পরিচালক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা। আগে নিয়মিত ফজরের নামাজ আদায় করতেন। কিন্তু হার্টে রিং বসানোর পর আর ভোরে উঠতে পারেন না। ডাক্তারেরও নিষেধ আছে। তাই সকালে ঘুম থেকে উঠেই প্রথমে অজু করে সুন্নত ও কাজা নামাজ আদায় করেন। জায়নামাজে বসেই দেশের মানুষের মঙ্গল কামনা করেন।

করোনা মহামারিতে আমি দোয়া ছাড়া আর কী চাইতে পারি! আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আবার যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারি তার ব্যবস্থা করুন।’

এরপর এক গ্লাস কুসুম গরম পানি খান। এটা তাঁর জাপানি এক ডাক্তার বন্ধু পরামর্শ দিয়েছেন। করোনায় এটি নাকি খুব উপকার। তিনি বলেন, ‘আমি বিজ্ঞানের ছাত্র। বেশ আগে থেকেই জানতাম কুসুম গরম পানির সঙ্গে লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে খেলে আরো বেশি উপকার হয়।’

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধাঘণ্টা পর পর ওষুধ খেতে হয় সোহেল রানাকে। ৯টায় নাশতা করে আধাঘণ্টা বিশ্রাম নেন দোতলার ঘরে। মাঝেমধ্যে ফেসবুক খোলেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ফেসবুক বন্ধুদের মতামত দেখেন। এ সময় হঠাৎ ওয়ালে কোনো ইসলামিক বয়ান বা কোরআন তিলওয়াত এলে সেটা মনোযোগ দিয়ে শোনেন। খুব বেশি ভালো লেগে গেলে আত্মীয়-স্বজনকে পাঠিয়ে দেন। বলেন, ‘ইসলাম শান্তির জায়গা। যাঁরা সঠিক ইসলামের পথ চেনেন তাঁরা কখনো হানাহানি বা অন্যের পথের কাঁটা হবেন না। আমি আমার আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের সঠিক ইসলামের পথ দেখানোর চেষ্টা করি। দুপুর ১২টার দিকে গোসল করি। এরপর আজান দিলে নামাজ আদায় করি। কোরআন শরিফ পড়ি।

সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। তাঁর মতে, ‘মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনতা লাভ করলেও প্রকৃত অর্থে সেটা এখনো অর্জিত হয়নি। হয়তো বর্তমান সরকার বড় বড় বিল্ডিং করছে, রাস্তাঘাট চার লেন করছে, পদ্মা সেতুর মতো বড় কাজ হচ্ছে। কিন্তু মানুষগুলোকে এখনো মানসিকভাবে উন্নত করতে পারেনি সরকার। আর এর জন্য প্রথম দায়ী শিক্ষাব্যবস্থা। জাপানে একজন শিশুকে প্রথম দুই বছর স্কুলে খেলতে ছেড়ে দেওয়া হয়। মানসিক উন্নতির জন্য শিক্ষা দেওয়া হয়। আর আমাদের এখানে হুঁশিয়ারি দেওয়া হয় যেন ক্লাসে ফার্স্ট হয়।’ করোনার এই ঘরবন্দি দিনগুলোতে প্রায় সময় এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন তিনি। এভাবে ভাবতে ভাবতে কখন যে বিকেল সাড়ে ৪টা বেজে যায় বুঝতেও পারেন না। কানে ভেসে আসে আজানের ধ্বনি। অজু করে নামাজটা পড়ে নেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত সোহেল রানা। এই সময়ে এসেও কিছু মানুষ সত্যিকারের মানুষ হতে পারেনি। করোনার টেস্ট কেলেঙ্কারিতে জড়িত রিজেন্টের সাহেদ, জেকেজির ডাক্তার সাবরিনাকে এককভাবে দায়ী করতে নারাজ এই ‘মাসুদ রানা’ অভিনেতা। তাঁর মতে, দেশে হাজারো সাহেদ-সাবরিনা আছে। তারা চোখের সামনেই অপকর্ম করছে, দেখার কেউ নেই। এই চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক-পরিচালক বলেন, ‘কয়েক দিন আগে মাত্র ২৮টি ওষুধ কিনেছি ছয় হাজার টাকা দিয়ে। দেশের বিশ্বস্ত এক ফার্মেসি থেকে ওষুধগুলো কিনেছিলাম। হায়! পরদিন দেখি নকল ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিটি সিলগালা করা হয়েছে। এখন আমি তো ওষুধ খেতে ভয় পাচ্ছি। ১৪টা সিভিট আগে ১০ টাকা দিয়ে কিনে আনতাম। এখন সেখানে ৮০ টাকা নিচ্ছে! এটা কি ডাকাতি নয়? দেশের এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম না কমলেও অন্তত ওষুধপথ্যের দাম তো স্বাভাবিক রাখা যেত। সাধারণ মানুষ অন্তত চিকিৎসা নিতে পারত তাহলে। জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে।

ডাক্তার বলেছেন প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটতে। আমার স্ত্রী নিজেও ডাক্তার। আমার দিকে তিনি তীক্ষ্ম নজর রাখেন। এই সময়ে বাইরে বের হতেই দেন না। একটা ট্রেডমিল কিনে নিয়েছি। সেটাতেই ব্যায়াম করি। শরীরের ঘাম ঝরলে বিশ্রাম নিই। সন্ধ্যায় কিছু ফলমূল খাই। এক কাপ গ্রিন টি আমার এই সময়টাতে লাগে। এরপর মাগরিবের নামাজ পড়ে টেলিফোন দুটির সামনে যাই। দেশ-বিদেশের আপনজনদের ফোন করে খোঁজখবর নিই।’

সোহেল রানা জাতীয় পার্টির নেতা। এই করোনাকালে পার্টির অন্যদের প্রতি খুব কৃতজ্ঞ তিনি। প্রতিদিনই তাঁর খোঁজখবর নিচ্ছেন সবাই। ফোন করে শারীরিক অবস্থার কথাও শোনেন সবাই। এশার নামাজ পড়ে সাড়ে ৮টার দিকে ডিনার সেরে নেন ‘ওরা ১১ জন’-এর এই প্রযোজক। এরপর আবার আধাঘন্টা পর পর টানা ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়া শেষ হলে রাত সাড়ে ১০টায় বিছানায় যান তিনি। সোহেল রানা বলেন, ‘বিছানায় শুয়ে থাকলেও সহজে ঘুম আসে না। আমি তখন যেটুকু পারি দোয়া পড়তে থাকি আর আল্লাহকে বলি, এই গজব থেকে মুক্তি দিন। অমানুষগুলোকে মানুষ করে দিন।’

Sponsored
Leave a Comment

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…

March 3, 2024

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024
Sponsored