সাম্প্রতিক শিরোনাম

“সাদা সাদা কালা কালা, রঙ জমেছে সাদাকালা” হাওয়া টক্কর দিবে হলিউডকে?

জনমনে পাল তুলেছে হাওয়া। অগ্রিম টিকেট বিক্রি এতো বেশি হয়েছে নতুন টিকেটের সংকট দেখা গেছে।।পোস্টার, ট্রেলার প্রকাশের পর আলোচনা ছিল। সিনেমাপ্রেমীরা তাঁদের বহুল প্রতীক্ষিত ছবিটি নিয়ে উচ্ছ্বাস দেখিয়েছেন। কিন্তু ‘সাদা সাদা কালা কালা’—এই গান গান দিয়ে ‘হাওয়া’ সিনেমা হয়ে উঠেছে জনমানুষের ছবি। মুক্তির আগেই সিনেমার গানটি সবার মুখে মুখে। শহর থেকে সুদূর গ্রামেও ছড়িয়েছে গানটি। অবশেষে ২৯ জুলাই দেশের ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সিনেমাটি দেখতে দর্শকের ব্যাপক আগ্রহের প্রমাণ অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে আগাম টিকিট কাটার হিড়িক পড়েছে।

এরই মধ্যে দেশের প্রায় সব কটি মাল্টিপ্লেক্সে দুই-তিন দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ‘হাওয়া’র টিকিট নিয়ে দর্শকের আগ্রহ আশাবাদী করছে চলচ্চিত্র–সংশ্লিষ্টদের। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রযোজক ইফতেখার নওশাদ জানান, তাঁর হলে এখন ‘পরাণ’ চলছে। আগামী শুক্রবার থেকে চলবে ‘হাওয়া’। ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। বাংলা সিনেমার ভালো ব্যবসা নিয়ে নিজের আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, ‘ঈদে মুক্তি পাওয়া “পরাণ” দিয়ে দারুণ সাড়া পেয়েছি। আগে দর্শকের অভাবে আমার হলের নাইট শো প্রায়ই বন্ধ থাকত। এখন নাইট শো নিয়মিতই চলছে। সিনেপ্লেক্সের মতো অনলাইনে টিকিট বিক্রির সুযোগ থাকলে আরও অগ্রিম টিকিট বিক্রি করতে পারতাম।’

তাঁরা বলছেন, তরুণ নির্মাতারা এভাবে একের পর এক ভালো সিনেমা নির্মাণ করতে থাকলে, দর্শকের যে জোয়ার তৈরি হয়েছে তা অব্যাহত থাকবে। প্রযোজকেরা সিনেমায় আবার লগ্নি করতে শুরু করবেন, বাড়বে হলের সংখ্যাও।
‘হাওয়া’ নিয়ে উন্মাদনা সবচেয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোর অগ্রিম টিকিট বিক্রি দেখে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিদিন ‘হাওয়া’র ২৬টি শো চলবে। আজ বুধবার দুপুরে মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সিনেমাটির প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি প্রায় শেষ।

এখন ‘পরাণ’-এর ১৮টি শো চলছে। প্রথম থেকেই ছবিটি হাউসফুল যাচ্ছে। এখন আমাদের এখানে হলিউডের সিনেমা বাংলা সিনেমার কাছে পাত্তা পাচ্ছে না। মনে হচ্ছে বাংলা সিনেমার দর্শক জোয়ার শুরু হয়েছে।’ ‘হাওয়া’র তিন দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ার কথা জানালেন গ্র্যান্ড সিলেট হোটেল মুভি থিয়েটারের অর্থ ব্যবস্থাপক আশীষ পাল, ‘আমাদের এখানে ১৯০ আসনের থিয়েটার হলের তিন দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। এখন পরের দিনগুলোর টিকিট বিক্রি চলছে।’

ঢাকা ও ঢাকার বাইরে ‘হাওয়া’ নিয়ে দর্শকদের এমন আগ্রহে খুশি ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ‘আমি মূলত বিজ্ঞাপন নিয়ে কাজ করি। সিনেমা, সিনেমার প্রচারের বিষয়গুলো আমার জানা ছিল না। কিন্তু যখন ছবির পোস্টার ছাড়লাম, সাড়া দেখে চমকে গিয়েছিলাম। ট্রেলার প্রকাশে আরও বেশি সাড়া পেয়েছি। এরপর “সাদা সাদা কালা কালা” গানটি গণমানুষের হয়ে গেল।’

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...