বিভাগ ইতিহাস

মুন্সিপাড়ার কৃতিসন্তান শহীদ এ ওয়াই মাহফুজ আলী (জরজেজ মিয়া)

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

জরজেজ মিয়া রংপুর শহরের মুন্সীপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন। পিতা এ.কে.এম মোতাহের আলী, মাতা-আতিকা বেগম এবং পত্নী সুফিয়া খাতুন ওরফে হোসেনী বেগম (রানু)। দুই ভাই বোনের মধ্যে জররেজ মিয়া প্রথম। অল্পবয়সে পিতৃহীন হন তিনি। অভিভাবক হিসেবে পাশে দাঁড়ান পিতৃব্য আজহার আলী। পড়ালেখা শুরু করে পরবর্তীতে উচ্চতর বি.এ. ডিগ্রী লাভ করেন তিনি। গতানুগতিক লেখাড়ার গন্ডীতে মেধা ও মননকে আবদ্ধ না রেখে স্বাধীনচেতা মনোভাবের পরিচয় দেন আইনপড়ার মাধ্যমে। তিনি ১৯৪৫ সালের দিকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন পেশায় যুক্ত হন। তবে ছাত্রাবস্থায় তিনি ছাত্র রাজনীতির একজন নামকরা কর্মী ছিলেন। ২৫শে মার্চ বাঙ্গালি জাতির ইতিহাসের এক কালো দিবস।

পাকিস্থানি হানাদার বাহিনীর জিঘাংসা চরিতার্থ করতে প্রথম শিকার হন রংপুরের প্রাণপ্রিয় মানুষ জররেজ মিয়া। ২৭শে মার্চ সকাল ১১টায় মুন্সীপাড়ার বাসা থেকে হানাদার মিলিটারীরা ধরে নিয়ে যায় জররেজ মিয়াকে রংপুর ক্যান্টনমেন্টে। সেখানে তিন চার দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অতঃপর ৩রা এপ্রিল মধ্যরাতে আরো দশজনের সাথে দখিগঞ্জ শ্মশানে গুলি করে হত্যা করা হয় জররেজ মিয়াকে। তাজা রক্তে রঞ্জিত হয় শ্মশানের মাটি। মাত্র ৪৭ বছর বয়সে হানাদারবাহিনী নিষ্ঠুরভাবে খুন করলো রংপুরের একজন দেশপ্রেমিক জররেজ মিয়াকে।

৪ঠা এপ্রিল লাশ আনা হয়। কেরামতিয়া মসজিদ চত্বরে জানাজা শেষে তাঁকে ঐ মসজিদের পাশেই সমাধিস্থ করা হয়। চিরতরে নির্বাপিত হলো একটি নক্ষত্র। অমরত্মে শ্রদ্ধা শহীদ জররেজ মিয়ার স্মৃতির উদ্দেশ্যে। জরজেজ মিয়ার মত অনেকের মহান ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাঁর মহান আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ আফজাল (১৯৮৬) সালে ও পৌর পরিষদ রংপুরের প্রধান একটি সড়কের একাংশ (ডিসির বাসভবন থেকে রামমোহন ক্লাব পর্যন্ত) তাঁর নামে নামকরণ করেন। তাছাড়াও তাঁর নামে একটি মার্কেটের নাম রাখা হয়েছে। মুন্সিপাড়ায় তার পৈতিক জায়গায় শহীদ জরজেজ ব্যায়ামাগার আজো আছে। তাঁর কথা রংপুরের মানুষের মুখে মুখে উচ্চারিত হয় আজো। তাঁর স্মৃতি চীর স্বরণীয় হয়ে থাকবে অনন্তকাল। কেরামতিয়া জামে মসজিদের পাশে চীর নিদ্রায়শায়িত আছেন ইয়াকুব মাহফুজ আলী জরজেজ মিয়া। মসজিদের জায়গার সামনের বিশাল অংশ ওয়াকফ করে দেয়া তাদেরই। উল্লেখ্য এ ওয়াই মাহফুজ আলী জরজেজ মিয়া নবিউল্লাহ পান্নার ভগ্নীপতি ছিলেন।

সে রাতে দখিগঞ্জ শ্মশানে সৈন্যদের হাতে যারা শহীদ হন তারা হলেন –

১) শহীদ এ্যাডঃ ইয়াকুব মাহফুজ আলী (জররেজ) সকলের প্রিয় জররেজ ভাই, ২) মোহাম্মদ মহরম, ৩) শ্রী গোপাল চন্দ্র, ৪) উত্তম কুমার অধিকারী, ৫)দুলাল মিয়া, ৬) রফিক আলী, ৭) সতীশ হাওলাদার, ৮) দুর্গা দাস অধিকারী ও আরো দু’জন যাদের নাম পাওয়া যায়নি।

ঐ দিন অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক ব্যক্তি হচ্ছেন রংপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রয়াত এ্যাডঃ রথীশ চন্দ্র ভোমিক বাবু সোনা ও সাংবাদিক সুশান্ত ভৌমিক দাদার পিতা তাজহাটের দীনেশ চন্দ্র ভৌমিক। যিনি এলাকায় মন্টু ডাক্তার নামে পরিচিত ছিলেন।

জরজেজ মিয়ার ছবিটি মরহুম এ.কে.এম নাতেক চাচার সন্তান তারেক বাপ্পী ভাইয়ের সংগ্রহশালা থেকে নেয়া। রাজা রামমোহন মার্কেটের রাজা রামমোহনের ছবিটিও চাচার দেয়া। ফলকে আজও শোভা পাচ্ছে তার নাম।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored