সাম্প্রতিক শিরোনাম

আন্দোলনকারীদের পরজীবী আখ্যা দিয়ে তাদের ছুড়ে ফেলতে বললেন নরেন্দ্র মোদি

ভারতে কৃষক আন্দোলন নিয়ে সং‌সদে কড়া বার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্দোলনকারীদের কটাক্ষ করে আন্দোলনজীবী বলে মন্তব্য করেছেন তিনি।

আন্দোলনকারীদের পরজীবী আখ্যা দিয়ে তাদের ছুড়ে ফেলতে বলেছেন মোদি। রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মোদি বলেন, আমরা শ্রমজীবী শব্দ শুনেছি। কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে আন্দোলনজীবী।এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে এবং দেশকে বাঁচাতে হবে।

তিনি আরো বলেছেন, আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ তারাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। আন্দোলনজীবীরাই দেশের পরজীবী।এই ‘পরজীবী’দের ছুড়ে ফেলে দিতে হবে।

নরেন্দ্র মোদি আরো বলেন, আন্দোলন হতেই পারে। কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝানো উচিত যে, দেশের অগ্রগতির জন্য বদল আনা দরকার। সেটা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে।

নতুন ঘর সাজাতে গেলে একটু লাগে। তেমনিভাবে নতুন কোনো বিষয় আনার পর তা নিয়ে একটু আধটু টানাপড়েন হতেই পারে। কিন্তু সার্বিকভাবে সেই টানাপড়েন জারি রাখা মোটেও ঠিক নয়। এতে দেশের অগ্রগতি হয় না।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...