সাম্প্রতিক শিরোনাম

ইউরোপ জুড়ে মাদক ও অস্ত্র বিরোধী অভিযানে গ্রেফতার ৮০০

ব্রিটেন ও ইউরোপ জুড়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে গ্রেফতার হয়েছে ৮০০ জন। এসময় বিপুল পরিমাণ অর্থ, অস্ত্র, মাদক উদ্ধার করা হয়েছে।

তবে সাফল্যের সাথে তাদের তৎপরতা ভেঙ্গে অভিযুক্তদের সনাক্ত এবং অনেককে গ্রেফতার করতে পেরেছে তারা। এনসিএ ব্রিটেন এবং ইউরোপের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই বিশাল অপারেশন সম্পন্ন করেছে।

মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা একটি গোপন স্যোশাল নেটওয়ার্কের মাধ্যমে বেশ কিছুদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছিল।

ইউরোপ জুড়ে প্রায় ৮০০ অপরাধীকে আটক করা হয়েছে। এই অভিযানে দুই টনের বেশি ড্রাগ, কয়েক ডজন অস্ত্র এবং ৫৪ মিলিয়ন পাউন্ড ক্যাশ জব্দ করা হয়েছে।

এই নেইওয়ার্ক হ্যাকিংয়ের ফলে এই এলাকায় সহিংসতা, হামলা, দুর্নীতি, হত্যা চেষ্টা এবং বড় আকারে মাদক পাচার বন্ধ হবে।

এই অভিযানে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি বড় অংশ হলেও এর নেতৃত্বদেয় ফরাসী ও ডাচ পুলিশ এবং সহযোগিতা করে ইইউ এজেন্সিগুলো।

যে স্যোশাল নেটওয়ার্ককের মাধ্যমে এ সকল অপরাধ সংগঠিত হয়েছে, ফ্রান্স ভিত্তিক এনক্রোচেটের ৬০ হাজার সদস্যের মধ্যে ১০ হাজারই হচ্ছেন ব্রিটেনের।

মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডেম ক্রেসিদা ডিক জানিয়েছেন, ইউরোপ জুড়ে আটককৃত ৭৪৬ জনের মধ্যে ব্রিটেনের ১৭১ জন। একই সাথে ১৩.৩ মিলিয়ন পাউন্ড ক্যাশ উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার এটিকে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেন।

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান এবং পাকিস্তান সেনাবাহিনীর চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ...

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...