সাম্প্রতিক শিরোনাম

ইতালিতে সহজ শর্তে বৈধতার দাবিতে অভিবাসীদের মানববন্ধন

ইতালিতে সহজ শর্তে স্টে পারমিটের দাবিতে অভিবাসনপ্রত্যাশীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সমিতির আয়োজনে ফিরেন্স বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় রোববার ওই মানববন্ধন কর্মসূচিতে বিপুলসংখ্যক অভিবাসী অংশগ্রহণ করে সরকারের কাছে এ দাবি জানান।

ইতালির ফিরেন্স শহরে প্রবাসী বাংলাদেশিসহ অন্য দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা সান লরেনছো চত্বরে মানববন্ধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুর রউফ (জীবন), বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম (নুরু), সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, ফিরেন্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শরীফ মৃধা, ফিরেন্স আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আজাদ খান (ইমাম), সাংগঠনিক সম্পাদক হিরণ চৌধুরী প্রমুখ।

এ ছাড়া ফিরেন্স বিএনপি’র প্রধান উপদেষ্টা ওমর শিকদার (মুক্তার), উপদেষ্টা বিডিআর মনির, ফিরেন্স বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ভুঁইয়া (সাগর), সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান জিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মনির, সহসভাপতি মিজানুর রহমান ও তৌহিদ।

অন্যদের মধ্যে ছাত্রলীগ ফিরেন্স শাখার সভাপতি শরিফুল ইসলাম (শাকিল), যুবলীগের গাজী রাসেল, মনির হোসেনসহ (আলম) সান লরেন্স ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক জাকির হোসেন (জাকির), আবুল হোসেন, ওমর ফারুক, সাইফুল চৌধুরী, নিজাম উদ্দিন সরকার, আবুল কালাম (আজাদ),খান বাহাদুর,শাহরিয়ার, ভোলা সিটিজেন ফোরাম ফিরেন্স ইতালির সভাপতি নিজাম উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি মোহাম্মদ অপু, ফ্রেন্ডস ফোরাম ফিরেন্সের সদস্য মিজানুর রহমান (মিজান), আহসান উল্লাহ(হাসান), গাজী মনির, বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও ব্যাবসায়িকরা অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে স্থানীয় প্রসাশনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে মানবিকভাবে সব কাজে সহজ শর্তে বৈধতা (পিআর) দেয়া দাবি করা হয়।

উল্লেখ্য, রাজধানী রোম থেকে সামাজিক সংগঠন ইল ধূমকেতুর উদ্যাগে কমিউনিটির শীর্ষ নেতা সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি জিএম কিবরিয়া, কেএম লোকমান হোসেন, নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, হাসানুজ্জামান কামরুল বলেন, সহজ শর্তে স্টে পারমিট দেয়ার দাবি আদায়ের আন্দোলন এখন ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...