সাম্প্রতিক শিরোনাম

ইমরানের কারণেই পাকিস্তানের সবকিছু ভেঙে পড়ছে: খাজা

সম্প্রতি কূটনীতিক ব্যর্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের আইনসভা ও পাকিস্তান মুসলিম লীগ-নুন (পিএমএল-এন)-এর সদস্য খাজা আসিফ। তিনি অভিযোগ তুলেন, পাকিস্তানের সবকিছু ভেঙে পড়ছে এক ইমরানের কারণে। 

পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে দেওয়া ১৪ মিনিটের বক্তব্যে আসিফ খাজা বলেন, আমরা বাস্তবতার মুখোমুখি। বৈদেশিক নীতি বা স্বাস্থ্য, কিংবা অর্থনীতি; সবকিছুই ব্যর্থ হচ্ছে বা ভেঙে পড়ছে।

খাজা আসিফ জোর দিয়ে বলেন, ইমরান খানের কারণে পাকিস্তানের যে ধ্বংস হয়েছিল, তা কেবল তখনই পাল্টে যেতে পারে, যদি আমরা তার থেকে মুক্তি পাই। যতক্ষণ তিনি ক্ষমতায় থাকবেন, ততক্ষণ সবকিছু ভেঙে পড়তে থাকবে।

নিহত সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলে আখ্যা দেওয়ার জন্যও ইমরান খানকে তুলোধুনা করেন তিনি। খাজা আসিফ বলেন, তিনি (লাদেন) আমাদের দেশে সন্ত্রাস নিয়ে এসেছে। লাদেন ছিল সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী। আমার দেশকে ধ্বংস করেছে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে শহীদ বলছেন। ওসামা বিন লাদেনকে জিয়া-উল-হক (পাকিস্তানের সামরিক একনায়ক) পাকিস্তানে নিয়ে এসেছিলেন। আর ইমরান তাকে ‘শাহিদ’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি পারভেজ মোশাররফ ইমরানের গডফাদার ছিলেন।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...