সাম্প্রতিক শিরোনাম

জর্দানের সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

রাজধানী আম্মানের দক্ষিণ-পূর্বাঞ্চল জারকা শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার ভোরবেলা জারকা শহরের সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়।

জর্দানের রাজধানী আম্মান থেকে প্রায় ১৫ কি.মি. দূরে অবস্থিত জারকা শহরের গাবাবি এলাকার সেনাঘাঁটিতে বিস্ফোরণটি হয়।

নিরাপত্তা পরিষদের সূত্রে রয়টার্স জানায়, শহরের উপকণ্ঠে সেনাবাহিনীর ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ থেকে এই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশ বিস্ফোরণের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

জারকা শহরবাসীর বর্ণনা করেন, শহরের এক প্রান্তে ঘরের জানালা ভেঙ্গে পড়ে এবং অনেক শিখা জ্বলতে দেখা যায়।

বিস্ফোরণটি একটি যোগাযোগ বিচ্ছিন্ন ও জনশূন্য অঞ্চলে ব্যবহারের অযোগ্য মর্টার বোমার গুদামে হয়। আর বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এমন বিস্ফোরণ হতে পারে।

বিস্ফোরণের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অতীতেও জারকা শহরে বেশ কয়েকবার বিস্ফোরণ হয়। প্রায় সেখানকার পুরাতন যুদ্ধাস্ত্র এবং গুদামগুলোতে আগুনের ঘটনা ঘটে।

জর্দানের গভীর রাতের বিস্ফোরণটি সামাজিক যোগাযোগমাধ্যমে গত আগস্ট মাসে বৈরুত বিস্ফোরণের সঙ্গে তুলনা করা হয়। যার ফলে প্রায় ১৯০ জন মারা যায় এবং ছয় হাজারের বেশি আহত হয়। বৈরুত শহরের আশপাশের এলাকাও বিধ্বস্ত হয়ে পড়ে।

গতকাল বৃহস্পতিবার বৈরুত বন্দরে তেল ও টায়ারের গুদামে আগুন লাগে। খাদ্য সহায়তার একটি গুদামেও আগুন এসে পৌঁছে।

শহরের আগুন দেখে সেখানকার বাসিন্দারা ক্রমবর্ধমান আতঙ্কের কথা বলছিলেন এবং গত ৪ আগস্টের বিস্ফোরণের স্মৃতিচারণ করছিলেন।

সর্বশেষ

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...

বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্পে পরিবেশবান্ধব বা গ্রীন শিপ ইয়ার্ডের শুভ যাত্রা শুরু

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অঙ্গনে শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। এবার অতি সম্ভাবনাময় এই খাতটিকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে...

নতুন বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বিশ্বকে কি বার্তা দিতে চায় রেড জায়ান্ট চীন?

গত ২৮শে আগস্ট চীনের শি জিং পিং সরকার দেশটির এক নতুন ও বিতর্কিত মানচিত্র প্রকাশ করে। যেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল...

রাশিয়ার নিউক্লিয়ার যুদ্ধের হুংকার আসলে ঠিক কতটা যৌক্তিক?

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ও পশ্চিমা বিশ্বকে মোকাবেলায় রাশিয়া এবার তার অত্যন্ত ভয়ংকর অস্ত্র আরএস-২৮ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিউক...
bn_BDবাংলা