সাম্প্রতিক শিরোনাম

জাতিসংঘের ৫ম মহাসচিব হাভিয়ার পেরেজ দে কুইয়ার মৃত্যু !

মোহাম্মদ হাসানঃ জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দে কুইয়া মারা গেছেন।১০০ বছর বয়সে মারা যাওয়া এ সাবেক দুই মেয়াদে দায়িত্ব পালনকারী জাতিসংঘ প্রধানের শেষকৃত্য শুক্রবার করার পরিকল্পনা চলছে বলে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বুধবার পেরুতে নিজ বাড়িতেই শতবর্ষী এ কূটনীতিক ও রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তাঁর ছেলে ফ্রান্সিসকোর বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন আরপিপি জানিয়েছেন।

লিমার ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার পর হাভিয়ার পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ইউরোপ ও লাতিনের বিভিন্ন দূতাবাসে কাজ করা হাভিয়ার ১৯৪৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে দেশের প্রতিনিধি দলেও ছিলেন।

তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করেছেন, মধ্যস্থতা করেছেন ১৯৭৪ সালের তুরস্ক ও গ্রিসের মধ্যকার শান্তিচুক্তিতে।

১৯৮১ সালে লাতিন আমেরিকার প্রথম কোনো ব্যক্তি হিসেবে তিনি জাতিসংঘের পঞ্চম মহাসচিব হন।

আট বছর ধরে চলা সংঘাতের পর ১৯৮৮ সালে তাঁর মধ্যস্থতাতেই ইরান-ইরাক যুদ্ধবিরতিতে গিয়েছিল। এ চুক্তিকে হাভিয়েরের অন্যতম কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন কুটনৈতিক বিশেষজ্ঞগণ।

১৯৮২ থেকে ১৯৯১ পর্যন্ত জাতিসংঘ প্রধানের দায়িত্বে থাকা হাভিয়ার লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।

তাঁর আমলেই আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী সরে যায়,দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা পায় নামিবিয়া।

১৯৯৫ সালে হাভিয়ার পেরুর প্রেসিডেন্ট পদে নির্বাচন করে আলবার্তো ফুজিমোরির কাছে তিনি হেরে যান।

ফুজিমোরি ২০০০ সালে পদত্যাগ করার পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, হাভিয়ার তাতে প্রথমে পররাষ্ট্র মন্ত্রী ও পরে প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন বলে বিবিসি জানিয়েছেন।পরে নির্বাচিত প্রধানমন্ত্রী আলেসান্দ্রো টলেডো হাভিয়েরকে ফ্রান্সে পেরুর রাষ্ট্রদূত করে পাঠান।

হাভিয়েরের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা গভীর শোক জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...