সাম্প্রতিক শিরোনাম

ট্রাম্পের সুস্থতা কামনা করতে গিয়ে নিজের জীবনটাই খুইয়ে বসেছেন ভারতের এক কৃষক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিনি এর আগ পর্যন্ত করোনাবিধি এবং মাস্ক পরা নিয়ে হাসি-তামাশা করতেন। প্রতিবেশী দেশ ভারতে আবার ট্রাম্পের বড়সংখ্যক ভক্ত আছে।

তাই তাঁর অসুস্থতার খবরে সেখানে অনেকেই বিভিন্নভাবে প্রার্থনা করেছেন। তবে ট্রাম্পের সুস্থতা কামনা করতে গিয়ে নিজের জীবনটাই খুইয়ে বসেছেন ভারতের এক কৃষক। গত ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে।

তেলেঙ্গানা রাজ্যের কোনি গ্রামের বাসিন্দা ওই ভারতীয় কৃষকের নাম বুসসা কৃষ্ণ। ট্রাম্প করোনায় সংক্রমিত হওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। চিন্তায় রাতে নাকি ঘুমাতেও পারতেন না।

এরপর ৩৫ বছর বয়সী এই যুবক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনায় টানা চার দিন ধরে উপবাস করেন। টানা উপবাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। গত ১১ অক্টোবর তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের অন্ধভক্ত কৃষ্ণ এর আগে তাঁর বাড়িতে ট্রাম্পের বিশাল মূর্তি স্থাপন করেছিলেন। নিজের নাম রেখেছিলেন ‘ট্রাম্প কৃষ্ণ’। কৃষ্ণের চাচাতো ভাই বিবেক বলেন, ট্রাম্প ও মেলানিয়া করোনায় সংক্রমিত হওয়ার খবরে কৃষ্ণ খুব ভেঙে পড়েছিলেন।

খুব কান্নাকাটি করতেন। তাঁর স্বাস্থ্য ভালো ছিল। আগে থেকে কোনো শারীরিক জটিলতা ছিল না। কৃষ্ণের গ্রামের একজন প্রধান বলেছেন, ‘ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ না হয়েই আমাদের ট্রাম্প কৃষ্ণের মৃত্যু মেনে নিতে পারছি না। এই খবরটি যেন ট্রাম্প জানতে পারেন।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...