সাম্প্রতিক শিরোনাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকট – জাতিসংঘ মহাসচিব

সারাবিশ্বে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, কোভিড-১৯ গোটা বিশ্বকে এমন এক দূর্ভিক্ষের মুখে ঠেলে দিতে পারে, যা সাম্প্রতিক অতীতে কেউই দেখননি। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে, সারাবিশ্বকে ভেদাভেদ ভুলে, এক হয়ে কাজ করার অনুরোধ জানান জাতিসংঘের মহাসচিব।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদফতর থেকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের আর্থ-সামাজিক প্রভাব নিয়ে জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশ করেন অ্যান্তনি। সেখানেই করোনা সংক্রমণ নিয়ে তাঁর উদ্বিগ্ন হওয়ার চিত্র ফুটে উঠে।
গুতেরেসের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানান, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা চিনের চেয়ে বেশি। মঙ্গলবারই আমেরিকায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যায়। শুধু মঙ্গলবারই মার্কিন যুক্তরাষ্ট্রে ৮০০ জন মারা গেছেন।  সারাইউরোপে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।
করোনায় আক্রান্তের নিরিখে আমেরিকাই এখনও পর্যন্ত শীর্ষে। বুধবার রাত পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৮৪৮। মৃত্যু হয়েছে ৪৪৮২ জনের। যেখানে চিনে করোনায় মারা গেছে ৩ হাজার ৩০৫ জন।
জাতিসংঘের মহাসচিব এদিন বলেন, ইউনাইটেডট নেশনস গঠিত হওয়ার পর থেকে কোভিড-১৯ আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে। নোভেল করোনা ভাইরাস ধনেপ্রাণে মারছে। প্রাণের সঙ্গেই কেড়ে নিচ্ছে মানুষের জীবন-জীবিকা।
এখনও পর্যন্ত করোনার প্রভাব সবথেকে বেশি পড়েছে ইতালি ও স্পেনের উপর। গোটা ইউরোপে যেখানে ২৫ হাজার মৃত্যু হয়েছে, সেখানে একা ইতালিতেই মারা গিয়েছেন ১৩,১৫৫ জন। তার পরেই রয়েছে স্পেন। মৃতের সংখ্যা ১০ হাজারের দিকে এগোচ্ছে। বুধবার রাত পর্যন্ত স্পেনে করোনার বলি ৯ হাজার ৫৩ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৯ লক্ষ ১০ হাজার ৩৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯০ হাজারের অধিক মানুষ। বুধবার রাত পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজার ৪৯৮ জন।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...