সাম্প্রতিক শিরোনাম

নিজের দলের ভিতরেই তিনি ব্যাপক বিরোধিতার মুখে পড়েছেন শি জিন পিং

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় স্কুলের সাবেক শিক্ষক প্রফেসর কাই শিয়া বলেছেন, প্রেসিডেন্ট শি জিন পিং ‘দেশকে শেষ করে দিচ্ছেন।

তাই নিজের দলের ভিতরেই তিনি ব্যাপক বিরোধিতার মুখে পড়েছেন।

কমিউনিস্ট পার্টির ওই স্কুলে গণতান্ত্রিক রাজনীতি বিষয়ে শিক্ষকতা করতেন কাই। নিজ দলের নেতাদের দোষ-ত্রুটি রাখঢাক না রেখেই বলেন এই মহিলা।

সমালোচনা করে তার মন্তব্যের একটি অডিও রেকর্ড গত জুনে ফাঁস হওয়ার পর তাকে পার্টি বহিষ্কার করে।এর পর থেকে তিনি আর চীনে থাকেন না।

কাই শিয়া বলেন, তিনি ২০১৬ থেকেই চাইছিলেন পার্টি ছাড়তে। বহিষ্কার করায় তিনি খুশিই হয়েছেন।

শি জিন পিং অবাধ ক্ষমতা ভোগ করছেন। বড় বড় সব সিদ্ধান্ত নেন তিনি; এর ফলে বড় বড় ভুল হয়ে যাচ্ছে। এই যেমন কভিড-১৯ নিয়ন্ত্রণে ব্যর্থতা।

তিনি বলেন, ২০ জানুয়ারি কর্তৃপক্ষ জানায় যে, এ ভাইরাস ছোঁয়াচে। অথচ, পলিটব্যুরোর সঙ্গে শির ৭ জানুয়ারি যে বৈঠক হয় যেখানে তাকে ‘ছেয়াচে’ ব্যাপারটি জানানো হয়েছে। কিন্তু দুই সপ্তাহ পরে জনগণকে সতর্ক করা হয়েছিল।

কাই বলেন, ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন শি। এর ফলে সিস্টেমটা দাঁড়িয়েছে, তার কাছে সংবাদ গোপন করে রাখা হয়। ৭ জানুয়ারি প্রকৃত অবস্থা জানার পরও প্রতিকারের ব্যবস্থা না নেওয়ার জন্য কেন তাকে দায়ী করা হবে না? শুধু কাই নন।

শির সমালোচনা করায় বেইজিংয়ের জিংহুয়া বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক জু ঝাং রুনকে চাকরিচ্যুত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানির চেয়ারম্যান রেন ঝিকিয়াংকে পার্টি বহিষ্কার করেছে। তার অপরাধ- তিনি বলেছিলেন, শি তো একটা ক্লাউন।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...