সাম্প্রতিক শিরোনাম

পড়াশোনা-নারীদের অধিকার নিয়ে মুখ খুলল তালেবান

১৯৯৬ থেকে ২০০১, আফগানিস্তানে শাসন করেছিল তালেবান। ২০ বছর পর ফের একবার সেই তালেবানের দখলে গেল আফগানিস্তান। আজ রবিবার আলোচনার পর আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

সারা দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুরুষ ও নারী শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাবে। শিক্ষার্থী, লেকচারার ও উচ্চশিক্ষা ক্ষেত্রে কর্মকর্তারা যেন এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন না হন। শিক্ষাক্ষেত্রে কোনো নেতিবাচক পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

তালেবানের এক মুখপাত্র রয়টার্সকে বলেছে, নারীরা একা বাড়ির বাইরে বের হতে পারবেন। তারা কাজও করতে পারবেন। কিন্তু তাদের হিজাব পরতে হবে। তিনি আরো বলেন, শাস্তির বিষয়টি আদলতের ওপর নির্ভর করবে। গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হবে। তারা বলছে, বিদেশিরা চাইলে আফগানিস্তান ছেড়ে যেতে পারবে। তবে যদি তারা আফগানিস্তানে থাকতে চায়, তাহলে তালেবান প্রশাসনে তাদের নিবন্ধন করতে হবে।

এদিকে, আলোচনার পর আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আর এই অন্তর্বর্তী সরকারে প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি। আল আরাবিয়া টিভি চ্যানেলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম তাস।

কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জালালি আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। টিভি চ্যানেলটি জানিয়েছে, তিনি আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির বিমানটি কাবুল থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...