সাম্প্রতিক শিরোনাম

বর্ণবাদ বন্ধে মার্কিনদের প্রতি আহ্বান জানালেন বাইডেন

জাতিবিদ্বেষ নিয়ে যুক্তরাষ্ট্রের হর্তাকর্তারা চুপ থাকতে চাইলেও এবার এ নিয়ে মুখ খুলেচেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জর্জিয়ার এশীয়-আমেরিকান সম্প্রদায়ের শোকগ্রস্ত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পরে এমোরি বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত কিন্তু জোরালো বক্তৃতা দেন তিনি।

কোনো রকম রাখঢাক না করে জো বাইডেন বলেন, এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে হিংসা হু-হু করে বাড়ছে যুক্তরাষ্ট্রে।

বিদেশিদের ঘৃণা করা ও জাতিবিদ্বেষের ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র আর মেনে নিতে পারে না।

এদিকে গত সপ্তাহে আটলান্টার তিনটি ম্যাসাজ পার্লার তথা স্পা-তে আটজনকে গুলি করে হত্যা করে ২১ বছরের শ্বেতাঙ্গ যুবক রবার্ট এ লং। 

তদন্তকারীরা অর্থনৈতিক উদ্বেগ ও যৌন আসক্তিকে ওই হত্যাকাণ্ডের কারণ হিসেবে চালানোর চেষ্টা করলে অনেকেই তার প্রতিবাদ করেন।

ঘটনাটি তার চেয়েও বেশি কিছু। নিহতদের মধ্যে ছয়জনই এশীয় আমেরিকান নারী। অনেকেই এই বলে সরব হন যে এর পেছনে রয়েছে এশীয় আমেরিকান ও নারীদের প্রতি ঘৃণা। 

জো বাইডেন বলেন, এই ঘৃণার বিষ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাড়া করে বেড়াচ্ছে। বহু সময় এসব নিয়ে নীরব থাকা হয়। কিন্তু নীরব থাকা মানে মেনে নেওয়া।

আমাদের বলতেই হবে এসবের কথা। কিছু করতেই হবে।

জানা গেছে, এশীয়-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর বাসিন্দাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের তিন হাজার আটশ ঘটনা নথিভুক্ত হয়েছে গত এক বছরে।

কোথাও শারীরিক বা মৌখিক আক্রমণ, কোথাও বৈষম্য বা নাগরিক অধিকার না দেওয়ার মতো ঘটনা। সমাজকর্মীদের দাবি, অনেক ক্ষেত্রেই অভিযোগ করা হয় না। চোরাগোপ্তাভাবে চলতেই থাকে ঘটনাগুলো।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আজ মঙ্গলবার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বার্তাসংস্থা বাসসকে জানান, "মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার...

রাশিয়ার হাতে বাখমুথের পতন, স্বীকার করে নিলো ইউক্রেন

শেষ পর্যন্ত ৯ মাস যুদ্ধ চলার পর রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের হাতে বাখমুথের পতন ঘটেছে।ভ্লাদিমির পুতিন ওয়াগনার অ্যাসল্ট ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন, সেইসাথে রাশিয়ান...

লক্ষ্মীপুর উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলো কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। পরিবেশ ও শিক্ষাগত দিক থেকে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবস্থান...

পাহাড়ে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই অব্যাহত

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মিকে সমুলে উৎপাঠন করতে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এতে দুপক্ষের যুদ্ধ অবস্হা বিরাজ করায় আতঙ্কিত হয়ে এলাকা...
bn_BDবাংলা