সাম্প্রতিক শিরোনাম

বিশ্ববাসীকে আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক

নাগর্নো-কারাবাখ সংঘাতে বিশ্ববাসীকে আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক। পাশাপাশি জাতিগত আর্মেনিয়ান অঞ্চলে যুদ্ধবিরতি আহ্বান করার বিষয়ে প্রশ্ন তুলেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলু মঙ্গলবার আজারবাইজানের রাজদানী বাকু সফরে এসে বিশ্ববাসীর কাছে এ দাবি জানান। যুদ্ধবিরতি প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, এই দুই দেশকে সমপর্যায়ে দাঁড় করানো মানে দখলদারকে পুরস্কৃত করা।

বিশ্বকে অবশ্যই সঠিক যারা, অর্থাৎ আজারবাইজানের পক্ষে দাঁড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘যুদ্ধবিরতি করার আহ্বান রয়েছে। যুদ্ধবিরতি হলো, তবে এর পরে কী হবে?’

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধের জের ধরে আর্মেনিয়া ও আজারবাইজানের বড় শহরগুলোতে পরস্পরের গোলাবর্ষণ শুরু করার পর রাশিয়া, আমেরিকা ও ফ্রান্স দেশ দুটিকে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।

এর একদিন পরেই বাকু সফরে এসে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবটি আগের থেকে আলাদা নয়। ঠিক আছে, যুদ্ধবিরতি হোক তবে ফলাফল কী হবে? আপনি কি (বিশ্ব) আর্মেনিয়াকে অবিলম্বে আজারবাইজানীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য বলতে পারবেন বা এর প্রত্যাহারের জন্য সমাধান তৈরি করতে পারবেন? পারবেন না। তারা প্রায় ৩০ বছর ধরে একই রকম প্রস্তাব দিয়ে আসছেন।

গত ২৭ সেপ্টেম্বর বিবাদপূর্ণ নাগোর্নো-কারাবাখের মালিকানা ঘিরে প্রতিবেশি দুই দেশে আজারবাইজান ও আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯০ এর দশকের পর এই অঞ্চলে এত বড় সংঘাত আর কখনও দেখা যায়নি।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...