সাম্প্রতিক শিরোনাম

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ১৬ লাখ মৃতের সংখ্যা ৯৫ হাজার!

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৫২৩ জন। মৃতের সংখ্যা ৯৫ হাজার ২১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১ হাজার ৮শ ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ফ্রান্সে ১ হাজার ৮শ জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

গবেষণা ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে, এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৪ লাখ ৫৬ হাজার ৪১২ জন আক্রান্ত হয়েছে। গত একদিনেই দেশটিতে ৩৩ হাজারের বেশি নতুন করে এতে আক্রান্ত হয়েছে। প্রতিদিন এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়েছে। যুক্তরাষ্ট্রে টানা তিন দিন মৃতের সংখ্যা প্রায় ২ হাজার। হিসেব অনুযায়ী করোনায় আক্রান্তের সংখায় সবার শীর্ষে রয়েছে ক্ষমতাধর এই দেশটি।
বিশ্বে করোনায় আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে উইওমিং অঙ্গরাজ্যে এখনো করোনায় কারও মৃত্যু হয়নি।
করোনায় বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু নিউইয়র্কে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা এখন দেড় লাখের কাছাকাছি। সেখানে করোনায় আক্রান্তদের মধ্যে ৬ হাজারের বেশি মারা গেছে।

উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনায় ফ্রান্সে এরই মধ্যে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার। ইউরোপের এই দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে আরও ১ হাজার ৮শ জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং আক্রান্ত হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি। তবে করোনায় আক্রান্ত ৭ হাজার ৬৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৩ হাজার ২০৬ জন।
অপরদিকে মহারমারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সবচে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইতালিতে। মৃত্যুর দিকে থেকে ইউরোপের এ দেশটির অবস্থান সবার শীর্ষে। সেখানে এ যাবৎ ১৮হাজার ২শ ৭৯ জন মারা গেছে। আক্রান্তের দিক থেকে ৩য় স্থানে থাকা এ দেশটিতে ১ লাখ ৪৩ হাজার ৬শ ২৬ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৪৭০ জন।
এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনে মৃত্যুর সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। দেশটি আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতালিকে টপকে ২য় স্থানে উঠে এসেছে। এখন পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। মৃত্যুর হিসেবে দেশটি তিনে রয়েছে। মৃতের সংখ্যা প্রায় সাড়ে ১৫ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা বিশ্বের ২০৯ টি দেশে আঘাত হেনেছে। আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। এত প্রাণ হারিয়েছে প্রাণ এক লাখ মানুষ। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫৫ হাজার রোগী। চিকিৎসাধীনদের মধ্যে প্রায় অর্ধলক্ষ আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশে গতকাল দুপুর পর্যন্ত ১১২ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩০। নতুন করে একজন মারা গিয়েছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২১। অন্যদিকে, পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ হাজার ৪৪৭। সব মিলিয়ে মারা গিয়েছেন ৬৫ জন। সিন্ধ প্রদেশে ১৪ এপ্রিলের পর লক ডাউন শিথিল হতে পারে। তবে জন সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। এরই মধ্যে করাচির বস্তিতে ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...