সাম্প্রতিক শিরোনাম

বিশ্বে করোনায় আক্রান্ত ৮ লক্ষ ৫৪ হাজার, ৩০৭ মৃত্যু ৪২ হাজার ১৬

বিশ্বজুড়ে শতাব্দীর ভয়াবহ মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ৪,২৪৩ জনের। করোনা পজিটিভ ধরা পড়েছে ৬৯ হাজার ৫৬৯ জন। সেইসঙ্গেই করোনাভাইরাসে মৃত্যু ছা়ড়াল ৪২ হাজার। আক্রান্ত সাডে ৮ লাখের অধিক মানুষ।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার রাতেই ৪২ হাজার ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২,০১৬ জনের। কয়েক মিনিটের ব্যবধানে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। একটি মার্কিন সমীক্ষা জানাচ্ছে, প্রতি ২ মিনিট অন্তর শুধু আমেরিকাতেই করোনায় একজন করে মারা যাচ্ছেন। আজ ১ এপ্রিল বুধবার সকাল পর্যন্ত, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৮ লক্ষ ৫৪ হাজার, ৩০৭ জন। সারা পৃথিবীতে করোনা আতঙ্কের মধ্যেও এ পর্যন্ত ১ লক্ষ ৭৬ হাজার ৯০৬ জন সুস্থও উঠেছেন।

ইতালিতে করোনা পাদুর্ভাবের চিত্র গত ২৪ ঘণ্টাতেও বদলায়নি। আজ বুধবার ভোরের হিসেবে, ইতালিতে মৃত্যু বেড়ে হয়েছে ১২,৪২৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৩৭ জন। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৪ হাজারের বেশি করোনা রোগী। সবমিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্ত ১ লক্ষ ৫ হাজার ৭৯২ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও, সেই তুলনায় মৃত্যু কম। তবে, মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করনোর প্রকোপ এখনও শিখর ছোঁয়নি। আমেরিকার অন্যান্য অঞ্চলে ভাইরাস ছাড়ালে, মৃত্যু লাফিয়ে বাড়বে। বুধবার ভোরপর্যন্ত আমেরিকায় সবমিলিয়ে মারা গেছেন ৩,৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৩৯ জনের।
করোনায় মৃত্যুর হিসেবে ইতালির সঙ্গে শেয়ানে শেয়ানে টক্কর চলছে স্পেনের। স্পেনে গত ২৪ ঘণ্টায় ৭৪৮ জন করোনার ছোবলে মৃত্যু হয়েছে । এ পর্যন্ত মৃত ৮,৪৬৪।  সারাস্পেনে আক্রান্ত ৯৫,৯২৩।
ফ্রান্সেও কিন্তু করোনা সংক্রমণের দৃশ্য দ্রুত বদলাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪৯৯ জন করোনায় মারা গেছেন। সবমিলিয়ে আক্রান্ত ৫২,১২৮। এ পর্যন্ত ৩,৫২৩ ফরাসি মারা গেছেন।
ব্রিটেনেও কিন্তু গত ২৪ ঘণ্টায় ৩৮১জন মারা গেছেন । সবমিলিয়ে ১৭৮৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৫,১৫০। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৪,২৪৩ জনের। করোনা পজিটিভ ধরা পড়েছে ৬৯ হাজার ৫৬৯ জনের শরীরে।
স্পেনে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে গত সোমবারই ৯০০ জন মারা গিয়েছেন। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৪ মার্চ থেকে পুরো দেশকে রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করার পর এখন অবধি গৃহবন্দি হয়ে আছে দেশটির ৪ কোটি ৬৭ লাখ মানুষ। স্পেনে বসবাসরত প্রায় ৪৪ হাজার বাংলাদেশিও গৃহবন্দি। করোনা ভীতি ও উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছে। এ যাবত স্পেনে আক্রান্ত হয়েছে ৬৭ জন বাংলাদেশি এবং মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা ‘লাভাপিয়েস’-এ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একজন বাংলাদেশি।

করোনা মহামারীর কেন্দ্র পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকায় সরে গেলেও এশিয়া নিয়ে এখনই আশাবাদী নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর ডঃ তাকেশি কাসাই আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন, ‘এটি একটি দীর্ঘ লড়াই। আমাদের সব ধরনের সতর্কতা নিতে হবে।’ গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় বাংলাদেশেও অঘোষিত লকডাউনের মেয়াদ আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিভিন্ন দপ্তর ও কারাখানায় তবে সীমিত আকারে কাজ চলবে বলে জানিয়েছেন মাননীয়  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি আরও বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান বন্ধ রাখা খুবই কষ্টের। কিন্তু জনস্বার্থ তা করতে হবে। গতকাল আফ্রিকার তানজানিয়া এবং আইভরি কোস্ট থেকেও করোনার জেরে প্রথম মৃত্যুর খবর এসেছে। আফ্রিকার সর্ববৃহৎ শহর, নাইজেরিয়ার লাগোস এদিন লকডাউনের আওতায় এসেছে। একই পথে হেঁটেছে জিম্বাবোয়েও।
শুধু প্রাণহানি নয়, বিশ্ব অর্থনীতির উপরেও মারাত্মক থাবা বসিয়েছে করোনা ভাইরাস। প্রায় সাড়ে ৩০০ কোটি মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...