সাম্প্রতিক শিরোনাম

বিশ্বে করোনায় ৫০ হাজার মৃত্যু, আক্রান্ত ১০ লাখ ছুঁইছুঁই!

শতাব্দীর ভয়াবহ মহামারী করোনা যেন অভিশাপ। সংক্রমণে লাগাম তো টানাতো যাচ্ছেইনা বরং যত দিন গড়াচ্ছে ততই বা়ডছে মৃত্যুর সংখ্যা। করোনায় মৃত্যুর সংখ্যায় বুধবার নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলল আমেরিকা, স্পেন ও ইংল্যান্ড। ওই তিনটি দেশেই ওই দিন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক কয়েক সংস্থার তথ্য অনুযায়ী, সারাবিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে আক্রান্ত ১০ লাখ ছুঁইছুঁই। অর্থাৎ সারাবিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৯ লাখ ৮১ হাজার ৪২৫ জন। আর মৃত্যু হয়েছে ৫০ হাজার ২৫৫ জনের। এপর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৬ হাজার ২৭২ জন।
বুধবার আমেরিকাতেই মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। সব মিলিয়ে আমেরিকায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার। ভয়াবহ পরিস্থিতি স্পেনেরও। সেখানে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৬৪ জন মানুষের। সে দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯ হাজারের বেশি মানুষের। ইংল্যান্ডে এক দিনে মারা গিয়েছেন ৫৬৩ জন। সেখানে মোট দু’হাজারের বেশি মানুষ মারা গেছে এ পর্যন্ত। দেশের পরিস্থিতি দেখে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেই ফেলেছেন, ‘‘দুঃখজনক, খুবই দুঃখজনক ঘটনা।’’ বরিস নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন।

মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইতালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে জার্মানি ও ফ্রান্সেও। বিশ্ব জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দুই লাখের অধিক মানুষকে করোনার কবল থেকে মুক্ত করেছেন চিকিৎসকরা।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...