সাম্প্রতিক শিরোনাম

ভারতের পশ্চিমবঙ্গে পতিতালয়ে করোনার থাবা, আক্রান্ত যৌনকর্মী

করোনাভাইরাস সংক্রমণে বৈশ্বিক মানচিত্রে রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে ভারত। দেশটি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা থাবা থেকে রেহাই পেল না বাঁকুড়ার অন্যতম প্রাচীণ পৌর শহর বিষ্ণুপুর। সেখানকার ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জ যৌনপল্লী এলাকার এক যৌনকর্মী করোনা আক্রান্ত হয়েছে।

বুধবারই তাকে ওন্দা কভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সরকারি নির্দেশে গোপালগঞ্জের ওই এলাকা কন্টেনমেন্ট জোন ও তার চারপাশে ১০০ মিটার এলাকা বাফার জোন হিসেবে চিহ্নিত করে বহিরাগত ও স্থানীয়দের প্রবেশ ও প্রস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বাঁশের বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করার পাশাপাশি দমকল কর্মীদের দিয়ে পুরো এলাকা স্যানিটাইজ করার কাজ করছে প্রশাসন।

স্থানীয় বাসিন্দা মথুর বাগদী বলেন, আমরা এলাকার মানুষ ভীষণ আতঙ্কে আছি। শিশু থেকে বৃদ্ধ সবাইকে নিয়েই আমাদের বসবাস। বাইরে থেকে এখানকার যৌনপল্লীতে যৌনকর্মীদের যাতায়াতের কারণেই এই সংক্রমণ ঘটেছে বলে তিনি দাবি করেন।

ভীষণ আতঙ্কে আছি। এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া তাদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব বলে জানান তিনি। সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর উদয় ভকত বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানকার ৯৫ টি পরিবারের ৪৪৩ জন সদস্যের প্রত্যেকের জন্য পর্যাপ্ত খাবার ও সাথে কিছু নগদ টাকা তারা পৌঁছে দেবেন বলেও তিনি জানান।

পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এই প্রথমবার রাজ্যে একদিনে হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৮ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...