সাম্প্রতিক শিরোনাম

ভারতে নিষিদ্ধ ৫৯টি চীনা অ্যাপ, উদ্বেগ প্রকাশ বেইজিংয়ের

ভারত-চীন উত্তেজনা বাড়ছেই। এমন অবস্থায় চীনা পণ্যসহ দেশটির তৈরি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটিতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। সোমবারই চীনা অ্যাপ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

গতকাল সোমবার রাত থেকে নিষিদ্ধ হওয়া এই অ্যাপগুলো স্মার্টফোন থেকে মুছে ফেলার জন্যে অনুরোধ জানানো হয়েছে দেশবাসীকে। ভারতের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও বৈদ্যুতিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়। এই মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে থেকেও নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গেছে, ওই নির্দেশিকাতে টেলিকম সংস্থাগুলোকে ওই অ্যাপগুলোকে সরিয়ে নেওয়ার জন্যে বলা হয়েছে। রাতেই যাতে সরে যায় সেই বিষয়েও আবেদন করা হয় বলে জানা যায়।

অ্যাপ বন্ধের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। মঙ্গলবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও ঝিজিয়াং। তিনি বলেন, আমরা এই বিষয়ে খুবই উদ্বিগ্ন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখছি। তিনি আরো বলেন, আমরা চীনা সংস্থাগুলোতে বারবারই বলে এসেছি আন্তর্জাতিক এবং স্থানীয় আইন মেনে চলছে। ভারত সরকারের উচিৎ আন্তর্জাতিক সংস্থাগুলোর আইনি অধিকার রক্ষা করা। চীনা সংস্থার ক্ষেত্রেও সেই অধিকার রক্ষা করতে হবে।

ভারতের কেন্দ্রীয় সরকারের অভিযোগ, এই ৫৯টি অ্যাপ ভারতের ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। অ্যাপ ব্যবহারকারীর নাম, ঠিকানা, সোশ্যাল মিডিয়ার পোস্ট,নানারকম গুরুত্বপূর্ণ তথ্যের ওপর গোপনে নজরদারি চালায় এই অ্যাপগুলো। এমনকি ভারতের সার্বভৌমত্ব, সৌভ্রাতৃত্বকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। ভারতের প্রতিরক্ষা, নিরাপত্তাকেও নষ্ট করার চেষ্টা করছে এই অ্যাপগুলো। তাই এই ৫৯টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ভারত সরকার।

 

 

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...