সাম্প্রতিক শিরোনাম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছর কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের জেল দিয়েছে দেশটির একটি আদালত।

কারাদণ্ডের পাশাপাশি রাজাককে ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও পাঁচ বছর জেলভোগ করতে হবে তাকে। এদিন সকালে মালয়েশিয়ার এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার কারচুপির যে সাতটি অভিযোগ উঠেছিল তার সবকটিতে আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

এসআরসি ইন্টারন্যাশনাল তহবিল থেকে নাজিব রাজাক ৪২ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে নেন। এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার মনে করছেন আদালত। আদালতে এদিন নাজিবের ছেলেমেয়েরা উপস্থিত থাকলেও তার স্ত্রীকে দেখা যায়নি।

মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি আগেই সব ধরনের অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ওই সময় জানান, বিচারে দোষী সাব্যস্ত হলে আপিল করবেন।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।‘এই শুনানির সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে আমি দেখেছি প্রসিকিউশন সফলভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে,’ মন্তব্য করে বিচারক মহম্মদ নাজলান মোহামাদ গজালী বলেন, ‘তিনি ক্ষমতার অপব্যবহার করে এসব কাজ করেছেন। ’ নাজিবের দাবি, তিনি কোনো খারাপ কাজ করেননি।

নাজিবের এই মামলাটি মালয়েশিয়ায় ১এমডিবি নামে বেশি পরিচিত। এটি দেশটির একটি রাষ্ট্রীয় ফান্ড। নাজিব ২০০৯ সালে নিজেই প্রতিষ্ঠা করেন। কথা ছিলো এর মাধ্যমে তিনি কুয়ালালামপুরকে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করবেন এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবেন।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...