সাম্প্রতিক শিরোনাম

মোদির মন্ত্রিসভায় নিশীথ, গাইবান্ধায় খুশির বন্যা


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বুধবার দেশটির মন্ত্রিসভায় রদবদল করেছেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছেন নিশীথ প্রামাণিক। এরপর থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে খুশির বন্যা বইছে।


মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্র এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৩৫ বছর বয়সী নিশীথ। তাঁর বাপ–দাদার ভিটা গাইবান্ধার ভেলাকোপায়। এখনো সেখানে বসবাস করেন নিশীথের আত্মীয়স্বজন। ঘরের ছেলের প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দে মেতেছেন তাঁরা। মিষ্টি বিতরণ করেছেন।


নিশীথের জ্যাঠা দক্ষিণা রঞ্জন প্রামাণিক ভেলাকোপার পুরোনো বাসিন্দাদের একজন। শনিবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘নিশীথের বাবার নাম বিধু ভূষণ প্রামাণিক। তিনি দেশভাগের আগে ভারতের কোচবিহারে পাড়ি জমান। সেখানে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। বিধু ভূষণের একমাত্র সন্তান নিশীথ। আগেই ভারতের সাংসদ হয়েছেন নিশীথ। এবার মন্ত্রিসভায় জায়গা করে নিলেন। মাত্র ৩৫ বছর বয়সে এত অর্জন! প্রতিক্রিয়া জানানোর ভাষা আমাদের জানা নেই।’
২০১৮ সালে ঢাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিক নিশীথ প্রামাণিক। ওই সময় তিনি ভেলাকোপায় বাপ-দাদার ভিটায় বেড়াতে এসেছিলেন। সময় কাটিয়েছেন এখানে বসবাস করা আত্মীয়স্বজনের সঙ্গে। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক নিশীথ প্রামাণিক।


নিশীথের প্রতিমন্ত্রী হওয়ার খবর শুনে ভীষণ উচ্ছ্বসিত সঞ্জিত কুমার প্রামাণিক। সম্পর্কে তিনি নিশীথের জ্যাঠাতো ভাই। সঞ্জিত জানান, কম্পিউটার বিষয়ে স্নাতক করেছেন নিশীথ। লেখাপড়া শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হন। কিছুদিন পরে শিক্ষকতা ছেড়ে দেন। শুরু করেন রাজনীতি। কোচবিহারে তাঁর জনপ্রিয়তা রয়েছে। শুরুতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার যুব সেক্রেটারি ছিলেন। সঞ্জিত বলেন, ‘নিশীথ ভারতের প্রতিমন্ত্রী হওয়ায় আমরা খুবই খুশি।’


ভেলাকোপা গ্রামের বাসিন্দা মোতাহার হোসেন বলেন, ‘নিশীথ প্রামাণিক ভারতের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এ কারণে ভেলাকোপার মানুষ খুবই আনন্দিত। নিশীথ প্রামাণিক তাঁর যোগ্যতা ও জনপ্রিয়তার মূল্যায়ন পেয়েছেন।’ পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘নিশীথ ছোটবেলা থেকেই মেধাবী ও আত্মবিশ্বাসী।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আজ মঙ্গলবার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বার্তাসংস্থা বাসসকে জানান, "মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার...

রাশিয়ার হাতে বাখমুথের পতন, স্বীকার করে নিলো ইউক্রেন

শেষ পর্যন্ত ৯ মাস যুদ্ধ চলার পর রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের হাতে বাখমুথের পতন ঘটেছে।ভ্লাদিমির পুতিন ওয়াগনার অ্যাসল্ট ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন, সেইসাথে রাশিয়ান...

লক্ষ্মীপুর উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলো কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। পরিবেশ ও শিক্ষাগত দিক থেকে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবস্থান...

পাহাড়ে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই অব্যাহত

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মিকে সমুলে উৎপাঠন করতে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এতে দুপক্ষের যুদ্ধ অবস্হা বিরাজ করায় আতঙ্কিত হয়ে এলাকা...
bn_BDবাংলা