যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে কটাক্ষের সুরে উপদেশ দিয়েছে চীন।
এই বিক্ষোভের কথা উল্লেখ করে দেশের জনগণের দাবিদাওয়া মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
হুয়া চুনিং-এর বক্তব্য, আমেরিকার সকল নাগরিকের সমঅধিকার এবং উন্নত জীবন ও জীবিকা ভোগ করার অধিকার রয়েছে।
রাজনীতি না করে আমেরিকার জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করার জন্য মার্কিন কর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণ বিদ্বেষী বিরোধীদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ছয়শো’ গাড়ির একটি মিছিল নিয়ে শহরে ঢোকার পর বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
বর্ণ বিদ্বেষী বিরোধী ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মীদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি চলাকালেই সেখানে অতগুলি গাড়ি নিয়ে হাজির হয়েছিল ট্রাম্প সমর্থকেরা।