সাম্প্রতিক শিরোনাম

রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি নেওয়া হলো

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে উন্নত চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার জার্মানির স্বেচ্ছাসেবী সংস্থা সিনেমা ফর পিসের উদ্যোগে একটি বিশেষ বিমানে নাভালনিকে সাইবেরিয়ার ওমস্ক হাসপাতাল থেকে বার্লিনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে স্ত্রীও রয়েছে।

ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনিকে চিকি‍ৎসার জন্য জার্মানিতে উড়িয়ে নিয়ে যাওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা।

সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েন আলেক্সেই নাভালনি। ওমস্কে বিমানের জরুরি অবতরণ করিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টুইট বার্তায় নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমাশ অভিযোগ করেন, রুশ বিরোধী নেতার শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় কোমায় চলে যান নাভালনি। জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে মরণাপন্ন রুশ বিরোধী নেতার চিকিৎসার জন্য সাহায্যের প্রস্তাব দেওয়া হয়।

নাভালনিকে বার্লিনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিমান পাঠানো হয়। যদিও ওমস্ক হাসপাতালের চিকি‍ৎসকরা প্রথমে রুশ বিরোধী নেতাকে বিদেশে পাঠাতে রাজি হননি। তাঁরা জানিয়ে দেন, তাঁর শরীর এতই দুর্বল যে কোথাও নেওয়া যাবে না।

চিকিৎসকদের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনিকে বিদেশে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। রুশ প্রশাসনের এমন আমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকেও বিস্ময় প্রকাশ করা হয়।

চাপের মুখে রুশ প্রশাসন নাভালনিকে জার্মানিতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। চিকি‍ৎসকরাও আগের বক্তব্য থেকে সরে এসে জানিয়ে দেন, নাভালনির অবস্থা কিছুটা স্থিতিশীল এবং তাঁকে বিমানে করে জার্মানি নেওয়া যাবে।

বিরোধী নেতাকে নিয়ে বিমান বার্লিনের উদ্দেশে রওনা হয়েই কিরা ইয়ারমিশ এক টুইট বার্তায় বলেছেন, নাভালনিকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে যারা প্রথম থেকেই সহযোগিতা করে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...