সাম্প্রতিক শিরোনাম

শনাক্তের আগে যাদের সংস্পর্শে গেছেন ট্রাম্প

৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হলেন তিনি।

জ্যেষ্ঠ উপদেষ্টা হপ হাইকস আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তাদের এ ফল আসলো।

এরই মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকা বহু মানুষের সংস্পর্শে গেছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির উপসর্গ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এজন্য কোয়ারেন্টিনের সময় ১৪ দিন করা হয়েছে। তবে গড়ে অন্তত পাঁচদিন সময় লাগছে উপসর্গ প্রকাশ পাওয়ার।

গত এক সপ্তাহের হিসেব করলেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দেখা গেছে ট্রাম্পকে। 

গত ২৬ সেপ্টেম্বর তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যামি কোনি ব্যারেটের নাম ঘোষণা করেন। ওই সময় দুই শতাধিক লোক সেখানে উপস্থিত ছিল।

পেনসিলভানিয়ায় হ্যারিসবার্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি র্যালিতে অংশ নেন ট্রাম্প। এদিকে গতকাল বিকেলে জানা যায়, ব্যারেট করোনা পজিটিভ। বেশ কয়েকজন সিনেটরের সংস্পর্শে সম্প্রতি গেছেন তিনি।

এদিকে পেনসিলভানিয়ার ওই র্যালিতে অংশ নেওয়া সিনেটর মাইক লি, থম টিলিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সামনের সারিতে থাকা ম্যালানিয়া ট্রাম্প তো আক্রান্তের তালিকায় আছেনই।

২৭ সেপ্টেম্বর ভার্জিনিয়ায় গলফ খেলেছেন ট্রাম্প। পরে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

২৮ সেপ্টম্বর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার, শিক্ষামন্ত্রী  বেটসি ডেভস এবং অন্য গুরুত্বপূর্ণ পদে থাকা লোকজন ওইদিন ট্রাম্পের সঙ্গে ছিলেন।

২৯ সেপ্টেম্বর হলো বিতর্কের দিন। জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নেন ট্রাম্প। পরে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর নির্বাচনী প্রচারণা চালানোর কাজে ব্যাপক ব্যস্ত ছিলেন ট্রাম্প। এ সময় বহু মানুষের সংস্পর্শে এসেছেন তিনি।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...