সাম্প্রতিক শিরোনাম

শ্রীলঙ্কায় আবারো দুই ভাইয়ের রাজত্ব

দেশটির পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের দল শ্রীলঙ্কা পদুজানা পার্টি।বিশেষ করে সংবিধান সংশোধন করে পুলিশ বাহিনী ও বিচারব্যবস্থাকে নিজেদের অধীন করে ফেলবেন তাঁরা। দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে বিলুপ্ত করা হতে পারে প্রেসিডেন্টের মেয়াদকালও।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর ভাই মাহিন্দা রাজাপক্ষে এই দুজন এখন পুরো ক্ষমতাকাঠামো নিজেদের।

বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফল ঘোষণা করা হয় গতকাল শুক্রবার।

২২৫টি আসনের মধ্যে এসএলপিপি পেয়েছে ১৪৫টি। এর বাইরে জোটগতভাবে পাঁচটি আসনেও তাদের প্রার্থীরা জয় পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দল পেয়েছে মাত্র একটি আসন।২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন মাহিন্দা।

স্বজনপ্রীতি ও দুর্নীতিকে কেন্দ্র সৃষ্ট দলীয় কোন্দলের কারণে ক্ষমতাচ্যুত হন তিনি। আরেক ভাই গোতাবায়া ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, যিনি গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই মাহিন্দাকে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন।

শ্রীলঙ্কার রাজনীতিতে রাজাপক্ষে পরিবারের নতুন অধ্যায় শুরু হয়। তবে বিশ্লেষকরা মনে করেন, ২০১৯ সালে শ্রীলঙ্কায় যে জঙ্গি হামলা হয়, মূলত তার পর থেকেই দেশটিতে জাতীয়তাবাদী রাজনীতির আধিপত্য বেড়ে যায়। সেই আধিপত্যের কারণেই দুই ভাই আবার ক্ষমতায় আসার সুযোগ পেয়ে যান।শ্রীলঙ্কার ক্ষমতায় ছিল বিতর্কিত রাজাপক্ষে পরিবার। বিতর্কের মূলে রয়েছে ৩৭ বছর ধরে চলা গৃহযুদ্ধ, যেটি শেষ হয় ২০০৯ সালে।

জাতিসংঘের হিসাবে, সরকারি সেনা ও তামিল বিদ্রোহীদের মধ্যকার ওই গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অভিযোগ আছে, যুদ্ধের শেষ দিকে সেনারা ৪০ হাজার বেসামরিক তামিল নাগরিককে হত্যা করে। এ জন্য দায়ী করা হয় রাজাপক্ষে পরিবারকে।

সর্বশেষ

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন। চীনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ কে বাধাগ্রস্ত করতে আমেরিকার ইতোমধ্যেই বেশকিছু...

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানেকুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩...

কুড়িগ্রামে টানা তিন-দিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত দু'দিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টি হচ্ছে।ফলে কর্মস্থলে...

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...
bn_BDবাংলা