সাম্প্রতিক শিরোনাম

আম্ফানের ধ্বংসযজ্ঞের পর মমতা বললেন সবকিছুই নতুন করে গড়তে হবে।

করোনাভাইরাসের চেয়ে ঘূর্ণিঝড় আম্ফান ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, রাজ্যের সবকিছুই এখন পুনর্নির্মাণ করতে হবে। আম্ফানের এই ধ্বংসযজ্ঞ সামলে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা খুবই কঠিন। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বিভিন্ন জেলা আম্ফানের আঘাতে একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে।

এটা কল্পনাও করা যায় না। আম্ফান এমন তা-ব চালাবে তা আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ধারণাও করতে পারেন নাই। আম্ফানের তা-বের পর বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বলেন, এখন পর্যন্ত আম্ফানের তা-বে তিনজনের প্রাণহানি ঘটেছে বলে খবর এসেছে। তবে এই সংখ্যা ১০ থেকে ১২ জন হতে পারে।

আম্ফানের ক্ষয়ক্ষতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে উল্লেখ করে মমতা বলেন, আমাদেরকে সবকিছুই পুনর্নির্মাণ করতে হবে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করবো, দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না। আমরা মানবিক সহায়তা চাই। তিনি বলেন, উত্তর এবং ২৪ পরগনা জেলা একেবারে ধ্বংস হয়েছে। উত্তর ২৪ পরগনায় জেলায় কাঁচাপাকা ৫ হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে।

সেখানে কোনও কিছু অবশিষ্ট নেই। আমাদেরকে সবকিছু পুনর্নির্মাণ করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের চোখ ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে কলকাতায় আছড়ে পড়েছে। বুধবার দুপুর থেকেই পশ্চিমবঙ্গে ঝড়ের কারণে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করে।

দুপুরের দিকে বাতাসের গতিবেগ ১০০ থেকে ১২০ কিলোমিটার থাকলেও আঘাত হানার সময় ১৪০ কিলোমিটার ছাড়িয়ে যায়। ১৯৯৯ সালে ওডিশ্যা প্রদেশে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিবেগ নিয়ে একটি সুপার সাইক্লোন আঘাত হেনেছিল। এবারে আম্ফানের তা-ব সেই সাইক্লোনের ধ্বংসযজ্ঞের স্মৃতি ফিরিয়ে এনেছে কলকাতায়।

ওই বছর ওডিশ্যায় সাইক্লোনটির আঘাতে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। তবে বুধবারের এই সুপার সাইক্লোন শক্তি হারিয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে সন্ধ্যার দিকে আঘাত হানে পশ্চিমবঙ্গ ও ওডিশ্যায়।

মমতা বন্দোপাধ্যায় বলেছেন, আম্ফান যে তা-ব চালিয়েছে তাতে এর ক্ষয়ক্ষতি বুঝতে ধ্বংসের চিত্র বুঝতে ১০ থেকে ১২ দিন লেগে যাবে। এক দিনে এই ক্ষয়ক্ষতি পরিমাপ করা সম্ভব নয়। বর্তমানে ঘূর্ণিঝড়টি তীব্র গতি নিয়ে পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার সুন্দরবন উপকূল অতিক্রম করছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...