সিরাজুর রহমানঃ মার্কিন বিমান বাহিনী এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের নিয়ন্ত্রিত গুয়াম দ্বীপে এন্ডারসন বিমান ঘাঁটিতে সাময়িকভাবে প্রায় ১২ হাজার কিলোমিটার পাল্লার স্ট্যাটিজিক বি-১বি বোম্বার মোতায়েন সম্পন্ন করেছে। বিশেষ করে আগে থেকে মোতায়েন করা ৫টি বি-৫২ এইচ বোম্বার গত ১৬ই এপ্রিল যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে ফিরে গেলে দুই সপ্তাহের জন্য এক ধরণের শুন্যতার সৃষ্টি হয়।
আর গুয়াম দ্বীপে মার্কিন বিমান বাহিনী পুনরায় বি-১বি বোম্বার মোতায়েন সম্পন্ন করে সেই শুন্যতা এবং ভারসাম্য ফরিয়ে আনল। তাছাড়া আগে ২০১৭ সালে মার্কিন বিমান বাহিনী কিছু সংখ্যক বি-১বি বোম্বার প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে থাকা বেশ কিছু মার্কিন বিমান ঘাঁটিতে মোতায়েন করে রেখেছিল।
মুলত চীন এবং উত্তর কোরিয়ার এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে কোন ধরণের সামরিক আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দিতে এবং জোটভুক্ত দেশগুলোকে সামরিক সহায়তার অংশ হিসেবে গুয়াম দ্বীপে থাকা তাদের এণ্ডারসন বিমান ঘাঁটিতে একেবারে কৌশলগত অস্ত্র সজ্জিত অবস্থায় দূর পাল্লার স্ট্যাটিজিক বোম্বারগুলোকে সার্বক্ষিনিক মোতায়েন করে রাখে মার্কিন প্রশাসন ও পেন্টাগন।