ওমানে প্রবেশে বাধা নেই

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

বেসরকারি হাসপাতালে পিসিআর পরীক্ষার জন্য ৪৫ ওমানী রিয়াল লাগবে। আজ সুপ্রিম কমিটির ১৩তম বিশেষ প্রেস কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল-সাইদী এ কথা বলেন৷

আমরা ঠিক জানি না কবে নাগাদ স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যাবে। কনফারেন্সে দেশে করোনভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো সম্পর্কে কথা বলেন কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা।

সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়াতে আমরা পুরো দেশে নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি।

আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি সংখ্যা কম, সাথে সাথে মৃত্যুর হারও কম। সুলতানাতের স্বাস্থ্যখাত এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে।

৩ টন বোঝাই ট্রাক যাতে দুধ, শাক-সবজি এবং মাংসের মতো পণ্য বহনকারী ট্রাক, জ্বালানি তেল বহনকারী যান এবং রান্নার গ্যাস বহনকারী ট্রাকগুলো কেবলমাত্র সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউনকে কেন্দ্র করে বসানো চেকপয়েন্টগুলো অতিক্রম করতে পারবে।

করোনাভাইরাসে আক্রান্তের ৮২% ওমানী সিটিজেন।

কারখানাগুলো কেবল দিনের বেলাতেই কাজ করতে পারে এবং ২৪ ঘণ্টা যারা ফ্যাক্টরি পরিচালনা করতে চান তাদের অবশ্যই বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হবে। 

লকডাউন সময়কালে হাঁটা চলা হোক বা যানবাহনে চলাচলের বিষয় হোক মুভমেন্টের কোন অনুমতি দেওয়া হবে না। লকডাউন সিদ্ধান্ত লঙ্ঘনকারীকে ১০০ ওমানী রিয়াল (২২০০০ টাকা) জরিমানা করা হবে।

বিমান সংস্থা বা তাদের অনুমোদিত সংস্থাগুলোর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া সাপেক্ষে যে কেউ দেশের বাহির থেকে ওমানে ফিরতে পারবে। তার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওমান আসতে হলে অবশ্যই তাকে নিজ দায়িত্বে ও নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। 

এক প্রদেশের শ্রমিকরা অন্য প্রদেশের চেকপয়েন্টগুলো অতিক্রম করার অনুমতি নেই, তবে প্রদেশের অভ্যন্তরে যে যার কর্মস্থলে যেতে পারবে।

সুলতানাতে সবচেয়ে কম বয়সে মৃত্যুর রেকর্ডটি ২২ বছরের এক বালকের। তিনি বলেন, আমাদের বাচ্চাদের যত্ন বাড়াতে হবে এবং তাদের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে। ১ মাস থেকে ১৪ বছর বয়সী ৪৫৮৩ শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

লকডাউন চলাকালীন সন্ধ্যা ৭টার পরে যাদের ফ্লাইট রয়েছে তারা বিমানের টিকিট এবং পাসপোর্ট উপস্থাপন করে বিমানবন্দরে যেতে পারবেন।

চেকপয়েন্টগুলো অতিক্রম করার কোন সুযোগ নেই, তবে যাদের ক্রস করার কোন বিকল্প নেই তাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতিপত্র আনতে হবে। 

জাতীয় জরিপের প্রথম পর্যায়ে ৪৬০০ জনের কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে।

বিমানবন্দর বন্ধ থাকায় বিদেশে যারা ছয় মাসেরও বেশি সময় বাইরে অবস্থান করেছেন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত বিশেষ অনুমতি অনুযায়ী ফিরতে দেওয়া হবে।

মাস্কাটের সাথে মুসান্দাম প্রদেশের ফ্লাইট এবং ফেরি যোগাযোগ অব্যাহত থাকবে। 

পিসিআর পরীক্ষাগুলোর জন্য ৪৫ রিয়ালের বেশি লাগবে না এবং অ্যান্টিবডি টেস্টগুলো বেসরকারি হাসপাতালে ১৪ রিয়ালের বেশি নিবে না। 

আমরা আশা করি এই নতুন লকডাউনের সময় সবাই যে যার অবস্থান থেকে সালতানাতকে সহযোগিতা করবে এবং ৮ আগস্টের পরে আমাদের আর লকডাউনের সময়সীমা বাড়ানোর দরকার হবে না।

ওমানের ভ্যাকসিনটি পাওয়া গেলে আমরা সুরক্ষার জন্য পদক্ষেপগুলো দ্রুত শুরু করবো। আমরা ভ্যাকসিনগুলোর ক্লিনিকাল ট্রায়ালগুলোতে অংশ নেওয়ার আশা করি যাতে সেগুলো কেনার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার থাকে। সুলতান কাবুস বিন সাইদের (র) আমলে ৩ মিলিয়ন ডলার দিয়ে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা আরম্ভ করেছিলেন।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…

March 3, 2024

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024
Sponsored