করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। আর ভারতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭২৪ জন। দেশটির রাজধানী দিল্লীর প্রতি চারজনের একজন করোনায় আক্রান্ত বলে বিক্ষিপ্তভাবে এ্যান্টিবডি পরীক্ষায় উঠে এসেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এক আগস্ট থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে। ইরানে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২৯ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত দুই মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ৬৭ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছে। লাতিন আমেরিকায় করোনার হটস্পট হয়ে ওঠা ব্রাজিলে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৫২ লাখ ১২ হাজার ৫৮ জন। মারা গেছেন ছয় লাখ ২২ হাজার ৩৮০ জন। সুস্থ হয়েছেন ৯১ লাখ ৮৬ হাজার ৬৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫৩ লাখ ৬৩ হাজার ৮৯৬ জন। যাদের মধ্যে ৬৩ হাজার ৬৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৯ হাজার ২৭ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ হাজার ৬৭৮ জন। বৃহস্পতিবার দিনের শুরুতে ৩৮ হাজার ৬৫ জনের আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। এদিন মারা গেছেন এক হাজার ৮১৩ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ হাজার ১৬৮ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৯৫ হাজার ৬৭৪ জন। আরও ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ২৮ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত সাত লাখ ৫৩ হাজার ৫০ জন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। পরিসংখ্যান বলছে, ভারতে করোনা থেকে পুনরুদ্ধারের হার ৬৩ দশমিক ১২ শতাংশ।

করোনা পজিটিভের হার ১০ দশমিক ৯৯ শতাংশ। ২১ জুলাই পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধু মঙ্গলবারই পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৪৩ হাজার ২৪৩ নমুনা।

মহামারী নোভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে বিপর্যস্ত ইরানে ফের ভাইরাসটির সংক্রমণের উর্ধগতি দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে আরও ২২৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুও রেকর্ড। চীনের পর ইউরোপে করোনার প্রকোপ যখন সবচেয়ে বেশি, তখন সেই তালিকায় নাম ছিল ইরানেরও।

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন শত শত। সেখানে সংক্রমণ ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ ছাড়িয়ে গেছে। মারা গেছেন ৮১ হাজার ৫৯৭ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০ জন।

যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ বাড়ছেই। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ৬৭ হাজার ১৪০ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৭৫০।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…

March 3, 2024

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024
Sponsored