গতকাল ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের এক কেন্দ্রীয় বিবৃতিতে বলা হয়, অন্যান্য মুসলিম দেশগুলো যখন নিরপেক্ষ আচরণ করে তখন তুরস্ক ও পাকিস্তান ভারতের পদক্ষেপের প্রকাশ্যে বিরোধিতা করে।
এতে ইঙ্গিত দেয় যে ইসলামী দেশগুলির মধ্যে বিভাজন আরও প্রসারিত হচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশ জম্মু ও কাশ্মীরকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে বিবেচনা করে।
এছাড়াও এর আগেও তুর্কি ভারত বিরোধী অবস্থান নিয়েছিল। তারা বরাবরই বলেছে, ভারত জম্মু-কাশ্মীরের অবৈধ দখলদারিত্ব চালায়। এ ঘটনার পর হিন্দুস্তানে তর্কীর জাতীয় গণমাধ্যম আনাদুলুর সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারত।
আরও পড়ুন… পাক আফগান ভয়াবহ সংঘাতে নিহত ২
পরবর্তীতে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী ওই সংবাদ মাধ্যমকে আরও তীব্র গতিতে এগিয়ে যেতে উৎসাহ দেয় এবং ‘ভারতের অবৈধ জম্মু-কাশ্মীর দখল’ এ নীতিটির ব্যবহার বারিয়ে দেয়।
কাশ্মীর ইস্যুতে ফের ভারত বিরোধী অবস্থান নিয়েছে তুরস্ক। গত ৫ আগস্ট থেকে তুরস্কের গণমাধ্যমগুলো এ নীতিতে কাজ শুরু করেছে। ‘ভারতের অবৈধ জম্মু-কাশ্মীর দখল’ শিরোনামে এগিয়ে চলছে তারা, যা এর আগেও প্রস্তাব করেছিল পাকিস্তান। আর গত ৪ আগস্ট থেকে তুর্কির জনগণ এই টার্মটির ব্যবহার শুরু করেছে।