সাম্প্রতিক শিরোনাম

গত সপ্তাহে ১৮ লাখ ২৫ হাজার ৬২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে

ভাইরাসের তাণ্ডবে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পুরো বিশ্ব। প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কোনওভাবেই থামানো যাচ্ছে না এই ভাইরাসের ধ্বংসলীলা।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৪১ হাজার ৬৪৮ জন।

করোনা রোগী শনাক্তের সাপ্তাহিক হিসাবে ফের রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত সপ্তাহে ১৮ লাখ ২৫ হাজার ৬২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে সর্বোচ্চ রোগী শনাক্ত হয় জুলাইয়ের ২৭ তারিখ থেকে ২ আগস্ট পর্যন্ত, ১৮ লাখ ১০ হাজার ২৩ জন।

সুস্থ হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৮৪৬ জন। আর মারা গেছেন ৭ লাখ ৭৭ হাজার ২০১ জন।

মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৬ লাখ ১২ হাজার ২৭ জন শনাক্ত হয়েছেন।

মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। সুস্থ ২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন।

ব্রাজিলে ১ লাখ ৮ হাজার ৬৫৪ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৩ লাখ ৬৩ হাজার ২৩৫ জন। সুস্থ ২৪ লাখ ৭৮ হাজার ৪৯৪ জন। 

২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২৭ লাখ ১ হাজার ৬০৪ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৫১ হাজার ৯২৫ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ২৭ হাজার ৭৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজার ৭৪০ জন।

দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৮৯ হাজার ৮৮৬ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১১ হাজার ৯৮২ জন।

মেক্সিকোয় শনাক্ত রোগী ৫ লাখ ২৫ হাজার হলেও মৃত্যুতে অনেক ওপরে দেশটি। এখন পর্যন্ত ৫৭ হাজার ২৩ জন মারা গেছেন সেখানে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...