সাংহাই কম্পোজিট সূচক কমেছে প্রায় চার শতাংশ। হংকং হাংসেং (এইচএসআই) কমেছে দুই শতাংশ। এশিয়ার অন্যান্য শেয়ারবাজারও পড়তির দিকে। প্রযুক্তিনির্ভর জায়ান্ট টেনচেট, আলিবাবার মতো বড় প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে ব্যাপকহারে।
ইউরোপে দিনের প্রথমভাগে লেনদেন শুরুর পর শেয়ারদর কমেছে ব্যাপকহারে। জার্মানির ডিএএক্স কমেছে ২ শতাংশ, ফ্রান্সের সিএসসি ফরটি দুই শতাংশ আর লন্ডনের এফটিএসই কমেছে এক দশমিক সাত শতাংশের মতো।
এয়ারলাইন্সগুলোতে যাত্রী কমতে শুরু করেছে। রেস্টুরেন্ট এবং থিয়েটারগুলোতেও পড়েছে নেতিবাচক প্রভাব। করোনা পরিস্থিতির মধ্যে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে শুরু হলেও বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্য নতুন ভয় তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।