প্রথম উপসাগরীয় এবং তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ওই চুক্তিতে সৌদি আরবও যোগ দেবে বলে গত বুধবার (১৯ আগস্ট) আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ওই চুক্তির পরও আমিরাতকে নিরাপত্তার স্বার্থে বিশ্বাস না করার কথা জানায় ইসরাইল। মার্কিন যুদ্ধ বিমান এফ-৩৫ কেনার জন্য আরব-আমিরাত উদ্যোগ নিলে ইসরাইল সেখানে ভেটো দেয়।
তারপরই বৃহস্পতিবার (২০ আগস্ট) সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের কোনও চুক্তিতে যাবে না সৌদি আরব। আর শুক্রবার (২১ আগস্ট) আল ফয়সালের নিবন্ধ আরও স্পষ্ট হলো সৌদির অবস্থান।
জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে রাষ্ট্র প্রতিষ্ঠার ইচ্ছে প্রকাশ করেছেন সৌদি রাজপরিবারের এক জ্যেষ্ঠ সদস্য। আর এ স্বত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে রাজি বলেও জানান তিনি। রাজপুত্র তুর্কি আল ফয়সাল শুক্রবার (২১ আগস্ট) সৌদি আরবের একটি সংবাদ পত্রে লেখা এক নিবন্ধে এ কথা বলেন।
আল ফয়সাল বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কোনো উদ্যোগ নিতে চাইলে প্রয়াত বাদশাহ আবদুল্লাহ প্রণীত উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।