তুরষ্কের ঐতিহাসিক নির্দেশনা আয়া সোফিয়ায় নামাজ পড়ার সময় খ্রিস্টীয় চিহ্ন ঢেকে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে তুরষ্ক সরকারের এ কে পার্টির মুখপাত্র। নামাজ বাদে অন্যান্য সময় চিহ্নগুলো খোলা থাকবে এবং নামাজের সময় বিশেষ লেজার দিয়ে ঢেকে দেওয়া হবে।
১৯৩৪ সালে আয়া সোফিয়া মসজিদকে জাদুঘর হিসেবে রুপান্তর করা হয় । এরপর গেল শুক্রবার এক ডিক্রিতে সই করার মাধ্যমে আবারো আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তরের ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
গেল শুক্রবার আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করলেও মসজিদের অনেক জায়গায় এখনো খ্রিস্টীয় চিহ্ন রয়েছে। এতদিন জাদুঘর হিসেবে দর্শনীয় স্থান হয়ে উঠলেও সেই চিহ্নগুলোকে সরানো হয়নি। আপাতত নামাজের সময় চিহ্নগুলো ঢেকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পরবর্তী সময় এই চিহ্ন মুছে ফেলা হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।