সাম্প্রতিক শিরোনাম

বিশ্ব এখন এক নতুন এবং ভয়ঙ্কর করোনা সংক্রমণের মুখে দাঁড়িয়ে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতি ভয়াবহ মহামারী করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এতদিন লকডাউনে ছিল বিশ্বের অধিকাংশ দেশ। এর ফলে দেশগুলির অর্থনীতি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। সেই থমকে যাওয়া অর্থনীতিকে ফের সচল করতে এখন সব দেশই মোটামুটি লকডাউন খুলে দেওয়ার পথে হাঁটেছে। চালু হয়েছে সরকারি, বেসরকারি পরিবহণ। খুলেছে শপিং মল, সিনেমা হল, পানশালা, রেস্তরাঁ। কিন্তু, লকডাউন শিথিল হতেই বেশ কিছু দেশে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

গেলো শুক্রবার গোটা বিশ্বকে সতর্ক করে হু প্রধান টেড্রস আধানম জানিয়েছেন, এবার এক নতুন রূপে করোনা ভাইরাস আরও ভয়াবহ অধ্যায় শুরু করেছে। হু প্রধানের কথায়, ‘বিশ্ব এখন এক নতুন এবং ভয়ঙ্কর (করোনা) সংক্রমণের মুখে দাঁড়িয়ে। মানুষ দীর্ঘদিন ঘরবন্দি থেকে ধৈর্য্য হারিয়ে ফেলেছেন। কিন্তু ভাইরাস এখনও দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে চলেছে।’ তাই লকডাউন শিথিল হলেও মানুষকে এখন আরও বেশি করে সচেতন থাকারই পরামর্শ দিয়েছেন হু প্রধান। হু প্রধানের আশঙ্কা যে একেবারেই অমূলক নয়, তা ব্রাজিলের পরিস্থিতি দেখলেই বোঝা যাবে। ব্রাজিলে বর্তমানে সংক্রমণের হার সবথেকে বেশি। সে দেশে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত কয়েকদিনে সেখানে আগের তুলনায় বেশ কয়েক গুণ বেড়েছে সংক্রমণের হার। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্রাজিলে সরকারি পরিসংখ্যানে যেটা বলা হচ্ছে আদতে সংক্রামিত এবং মৃতের সংখ্যা তার থেকে অন্তত সাত গুণ বেশি। যদিও ব্রাজিল প্রেসিডেন্ট জায়ের বলসেনারোর এসব নিয়ে কোনও তাপ-উত্তাপ নেই। লকডাউন শিথিল করে অর্থনীতিকে সচল করার পক্ষেই অনড় তিনি।

শুধু ব্রাজিলই নয় বিশ্বের সব দেশেই কমবেশি সংক্রমণ বাড়ছে। যেমন, ইতালিতে ফের সংক্রমণ ছড়াতে শুরু করেছে। আর সেটাকেই অস্ত্র করে ভাইরাসের উৎস নিয়ে ইউরোপের ঘাড়ে দোষ চাপিয়েছে চীন। সেদেশের বিশেষজ্ঞরা দাবি করেছেন, আসলে ইতালি থেকেই চীনে ছড়িয়েছে করোনা ভাইরাস। জিনোম ডাটা বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে। উহানের যে বাজারকে করোনার উৎস বলে ধরা হচ্ছে, সেখানে ইতালি থেকে আমদানি করা বহু পণ্য বিক্রি হতো। এই দাবির স্বপক্ষে যুক্তি দেওয়া হয়েছে, গত বছর ডিসেম্বরে চীনে প্রথম করোনা সংক্রামিতের খোঁজ মিলেছিল ঠিকই। কিন্তু, তার কিছুদিনের মধ্যেই ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে ভয়াবহ আকার নেয় করোনা। তাই ইতালিকে সন্দেহের ঊর্ধ্বে রাখাটা ঠিক হবে না।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...