সাম্প্রতিক শিরোনাম

মৃত্যুমিছিল চলছেইঃবিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৮৩ হাজার ছাড়ালো

একুশ শতকের ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনায় মৃত্যুমিছিল চলছেই। বিশ্বে মৃতের সংখ্যা ইতোমধ্যেই মৃতের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ছাড়ালো। আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৮১ হাজারের বেশি। এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজারের অধিক মানুষ।

বাংলাদেশ সময় আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ১৪ লাখ ৮১ হাজার ১৮১জনে। প্রাণহানি ঘটেছে ২ লাখ ৮৩ হাজার ৮৬৮ জনের।আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪ লাখ ৯৩ হাজার ৪৪৮ জন।

সংক্রমণ বিস্তারের তুলনায় কম হলেও প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। যেখানে এখন পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৬ হাজার ৫১৪ জন। গতকাল রোববার নিউইয়র্কে ৪১ জনের মৃত্যু হয়েছে। ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে ২৬ হাজার ছাড়িয়েছে।

ইউরোপের দেশ ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭০ জন এবং মৃত্যু হয়েছে সাড়ে ৩০ হাজারের বেশি মানুষের। দেশটিতে ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত একদিনে দেশটিতে মাত্র ৮০২ জন আক্রান্ত হয়েছে এবং ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

ইউরোপের আরেক দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে সাড়ে ২৬ হাজারের বেশি মানুষের।

এদিকে, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৭০ জন এবং আক্রান্ত হয়েছে মাত্র ৩১২ জন। কয়েকদিন যাবত দেশটিতে ম্যাজিকের মত কমছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ালো। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৭৬ হাজারের ৯৭০ জন । তবে সুস্থ হয়ে ফিরেছে ৫৬ হাজারেরও বেশি মানুষ।

অপরদিকে, যুক্তরাজ্যে করোনায় ২৪ ঘন্টায় আরও ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ৩১ হাজার ছাড়ালো। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।
জার্মানিতে মৃতের হার একেবারে কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় মাত্র ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৭১ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়েছে ১ লাখ ৪৪ হাজরেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্র, ইউরোপের পরেই করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে ব্রাজিলে। করোনা ভাইরাসের বর্তমান কেন্দ্রবিন্দু বলা এই দেশকে। গেল ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো। আক্রান্ত ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। সম্প্রতি সময়ে অধিক প্রাণহানিতে রাষ্ট্রীয় শোক চলছে দেশটিতে।

এছাড়া, মেক্সিকোতে ১৯৩, কানাডায় ১৭৭, ভারতে ১১১, রাশিয়ায় ৮৮ এবং পেরুতে ৭৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...