বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। চীনা এ প্রতিষ্ঠানটির উপর এবার যুক্তরাষ্ট্রের সফটওয়্যার বা প্রযুক্তি ব্যবহার করে তৈরি কম্পিউটার চিপ নিবন্ধন ছাড়া হুয়াওয়ের কাছে বিক্রি করতে পারবে না কোনো বিদেশি কোম্পানি।
হুয়াওয়ে তাদের ৫জি টেলিযোগাযোগের জন্য বিদেশি সেমিকন্ডাক্টারের ওপর বহুলাংশে নির্ভরশীল।
ট্রাম্প প্রশাসনের কমার্স ডিপার্টমেন্ট নতুন এই নিষেধাজ্ঞা জারি করায় হুয়াওয়ের গোটা ব্যবসাই এখন হুমকির পড়ে গেল।
স্মার্টফোন তৈরি টিকিয়ে রাখতে তারা থার্ড-পার্টি চিপ নকশাকারীদের ওপর ভরসা করতে পারবে।
এই নিষেধাজ্ঞা কোম্পানিটির মোবাইল ব্যবসায়ও শেষ পেরেক ঠুকে দিতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকেরা।
তার চাপেই এর আগে গুগলের মতো প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা বাদ দেয়।
মে মাসে যুক্তরাষ্ট্র জানায়, তাইওয়ান সেমিকন্ডাক্টর উৎপাদন সংস্থার মতো নির্দিষ্ট কিছু কোম্পানি হুয়াওয়ের কাছে চিপ সরবরাহ করতে পারবে না।
তিন সপ্তাহ ধরে চীনা কোম্পানির একাধিক অ্যাপ নিষিদ্ধের হুমকি দিয়ে যাচ্ছেন। টিকটককে ৯০ দিনের সময় দিয়ে বলেছেন, হয় ব্যবসা গোটাতে হবে না হয় কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করতে হবে।