নির্বাচনে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেনসেলভেনিয়া। ২০১৬ সালের নির্বাচনে এক পয়েন্টেরও কম ব্যবধানে রাজ্যটিতে জয় পান ট্রাম্প।
১ মাস যাবত পপুলার ভোটে হিলারী ক্লিনটন থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও পেনসেলভেনিয়ায় জয়ের পর নিশ্চিত হয়ে গিয়েছিলো ট্রাম্পই প্রেসিডেন্ট হচ্ছেন।
অন্যান্য রাজের চেয়ে বেশি অর্থাৎ ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসেলভেনিয়ায়। অন্যদিকে ফ্লোরিডায় রয়েছে ২৯ টি।
ট্রাম্প এবং বাইডেন দুজনই নির্বাচনী প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪৮ ঘন্টা পেনসেলভেনিয়ায় ব্যয় করেছেন্। সোমবার রাতে পিটসবার্গেও বাইডেনের অনেক সমর্থককে সামাজিক দূরত্ব মেনে কনসার্টে অংশ নিতে দেখা গেছে।
তবে পেনসেলভেনিয়ার পাশাপাশি অ্যারিজোনা,ফ্লোরিডা, টেক্সাস, জর্জিয়ার ফলাফলও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮ টায় ভোটগ্রহণ বন্ধ হয়েছে।
নির্বাচন সপ্তাহে পরিণত হবে পেনসেলভেনিয়া এবং রাজ্যটিতে শুক্রবারের আগে ভোটগণনা হবে না বলে ধারণা করা হচ্ছে।